১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া

সংবাদ
১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া
সংগৃহীত
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দীর্ঘ ১০ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ক্যারিবীয়দের মাটিতে অজিরা সর্বশেষ টেস্ট খেলেছিল ২০১৫ সালে। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে দুই দল খেললেও ওয়েস্ট ইন্ডিজে খেলেনি তারা।

এবার এক দশক পর সেই অপেক্ষার অবসান হচ্ছে। এই দুই দলের সাম্প্রতিক সময়ের বেশিরভাগ সিরিজই হয়েছে ২ ম্যাচের টেস্ট সিরিজের। ২০১৫ সালে তারা সর্বশেষ তিন ম্যাচের সিরিজ খেলেছিল।

আগামী বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। দুই দলই আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু করবে এই সিরিজ দিয়ে। আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী সিরিজটি হবে জুন-জুলাইতে।

যদিও এর আগে এটি দুই ম্যাচেরই সিরিজ হওয়ার কথা ছিল। তবে দুই বোর্ড আলোচনা করেন একটি ম্যাচ বাড়িয়েছে। সম্প্রতি এসইএন রেডিওর সঙ্গে আলাপকালে সিরিজটি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি।

যদিও আগামী মার্চেই হকলি নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। এদিকে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের ম্যাচগুলো হতে পারে বারবাডোস, গ্রানাডা ও জ্যামাইকায়। সেই সফরে তিনটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও রয়েছে।

আরো পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ