ভারতকে ১০ উইকেটে উড়িয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার

সংবাদ
ভারতকে ১০ উইকেটে উড়িয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সংগৃহীত
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অ্যাডিলেড টেস্টের শুরু থেকেই ছিল অস্ট্রেলিয়ার পেসারদের দাপট। মিচেল স্টার্কের তোপে প্রথম ইনিংসে ১৮০ রানেই গুটিয়ে গিয়েছিল ভারত। এরপর অস্ট্রেলিয়া ৩৩৭ রান করে ১৫৭ রানের বিশাল লিড নিশ্চিত করে। এরপর দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৭৫ রানে অল আউট হয় ভারত।

ফলে চতুর্থ ইনিংসে মাত্র ১৯ রানের লক্ষ্য দিতে পারে সফরকারীরা। সেই লক্ষ্য ৩.২ ওভারেই পেরিয়ে গেছে অজিরা। নাথান ম্যাকসোয়েনি ১০ ও উসমান খাওয়াজা ৯ রানে অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে ১০ উইকেটের জয় এনে দিয়ে মাঠ ছেড়েছেন। 

ভারত ৫ উইকেটে ১২৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল। ভারতের আশার আলো হয়ে অপরাজিত ছিলেন ঋষভ পান্ত ও নীতিশ কুমার রেড্ডি। অস্ট্রেলিয়ার চেয়ে ২৯ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা ভারত কোনো রান তোলার আগেই দিনের পঞ্চম বলে উইকেট হারায়।

মিচেল স্টার্কের বলে স্লিপে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩১ বলে ২৮ রান করা পান্ত। এরপর টিকতে পারেননি রবিচন্দ্রন অশ্বিনও। প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন এই  ভারতীয় অলরাউন্ডার। তার ব্যাট থেকে এসেছে ৭ রান।

কামিন্স ফিরিয়েছেন হার্শিত রানাকেও। এই অজি পেসারের বলে গালিতে সহজ ক্যাচ দিয়ে আউট হয়েছেন হার্শিত। তিনি রানের খাতাই খুলতে পারেননি। এক প্রান্ত আগলে রাখা রেড্ডি আউট হয়েছেন ৪২ রান করে আপার কাট করতে গিয়ে থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে। 

এরপর আর ভারতের রান বেশিদূর এগোতে দেননি স্কট বোল্যান্ড। মোহাম্মদ সিরাজকে মিড অনে ট্রাভিস হেডের ক্যাচ বানিয়ে আউট করেছেন তিনি। আর তাতেই গুটিয়ে গেছে ভারতের ইনিংস।

আরো পড়ুন: ভারত