অস্ত্রোপচারের প্রয়োজন নেই, আস্তে আস্তে সেরে উঠছি: ওকস

ক্রিস ওকস, ফাইল ফটো
ভারতের বিরুদ্ধে ওভাল টেস্টে গুরুতর চোট থাকা সত্ত্বেও ব্যাট করতে নেমে নজর কেড়েছিলেন ক্রিস ওকস। ম্যাচ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান ইংল্যান্ডের এই পেস বোলিং অলরাউন্ডার। চোট গুরুতর হওয়ায় তার কাঁধের হাড় সরে যায়। এরপর থেকেই কবে তিনি মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে সংশয় তৈরি হয়।

promotional_ad

সম্প্রতি ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় ধারাভাষ্য দিতে গিয়ে দেখা যায় ওকসকে। বর্তমানে স্লিং ব্যবহার করছেন না ওকস। সেখানেই তাকে জিজ্ঞেস করা হয় চোটের বর্তমান অবস্থা সম্পর্কে।


আরো পড়ুন

ইংল্যান্ডের প্রয়োজনে জীবন ‘ঝুঁকির মুখে’ ফেলবেন ওকস

৪ আগস্ট ২৫
দলের প্রয়োজনে জীবন ‘ঝুঁকির মুখে’ ফেলবেন ক্রিস ওকস, ফাইল ফটো

জবাবে ওকস বলেন, 'নিশ্চিতভাবেই কিছুটা ভালো খবর আছে। স্লিং ছাড়া হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে না। হাতের নড়াচড়া ভালো হচ্ছে। আশা করছি দু’সপ্তাহের মধ্যে আরো কিছুটা উন্নতি হবে। কিন্তু এখনও অনেকটা পথ বাকি।'


promotional_ad

চিকিৎসকদের মতে অস্ত্রোপচারের প্রয়োজন হবে না ওকসের। এই কারণে অপেক্ষাকৃত দ্রুত পুনর্বাসন প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে। ওকস আরো বলেন, 'ভালো করে রিহ্যাব করছি। ইতিবাচক থাকার চেষ্টা করছি। অস্ত্রোপচারের প্রয়োজন নেই। আশা করছি দ্রুত সুস্থ হতে পারব। তবে ম্যাচ ফিট হওয়ার জন্য অনেকটা পরিশ্রম করতে হবে। সেই পথে এগোচ্ছি।'


আরো পড়ুন

অস্ট্রেলিয়াতে রুট সেঞ্চুরি না করুক, চাওয়া স্মিথের

১৬ আগস্ট ২৫
ফাইল ছবি

চলতি বছর ভারতের বিপক্ষে হওয়া পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডের একমাত্র পেসার হিসেবে সব ক'টি ম্যাচে খেলেছিলেন ওকস। ওভাল টেস্টের প্রথম দিন চোট পাওয়ায় আর বল করতে পারেননি তিনি। শেষ ইনিংসে একটি হাত সোয়েটারের মধ্যে ঢুকিয়ে ব্যাট করতে নামেন ওকস।


আগামী ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজ। সাম্প্রতিক সফরগুলোতে সেখানে ইংল্যান্ডের পারফরম্যান্স সন্তোষজনক নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিক থেকেও এই সিরিজ গুরুত্বপূর্ণ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball