
চেন্নাইয়ের কাছে হেরে কোহলিদের দিকে তাকিয়ে গুজরাট
পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো ক্রিকেট খেলতে না পারায় সবার আগে আইপিএল থেকে বাদ পড়েছে চেন্নাই সুপার কিংস। পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় চেন্নাইযেল বিপক্ষে সবার বাজিটা হয়ত ছিল শীর্ষে থাকা গুজরাট টাইটান্সের পক্ষেই। তবে মাঠের ক্রিকেটে পয়েন্ট টেবিলের প্রতিফলন ঘটাতে পারেনি গুজরাট। ২৩০ রান তাড়ায় আসা-যাওয়ার মিছিলে ছিলেন শুভমান গিল, জস বাটলার, শেরফান রাদারফোর্ডরা। বাকিদের মাঝে সাই সুদর্শন চল্লিশ পার করলেও জয়ের কোনো সুযোগই তৈরি করতে পারেননি।