বাড়ছে আইপিএলের টিকিটের দাম, গুনতে হবে বাড়তি অর্থ

ছবি: আইপিএল টিকিট

ভারত সরকার আইপিএল টিকিটের উপর পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ২৮% থেকে বাড়িয়ে ৪০% করেছে। এর ফলে একটি টিকিটের চূড়ান্ত দামে যা বড় প্রভাব ফেলতে যাচ্ছে। যে টিকিটের ভিত্তিমূল্য ১০০০ টাকা ভ্যাটসহ যার মূল্য দাঁড়ায় ১২৮০ রুপি। তা এখন থেকে বেড়ে ১৪০০ রুপি হয়েছে।
সব ধরনের ক্রিকেট থেকে অবসরে অমিত মিশ্র
৩ ঘন্টা আগে
একই ভাবে ৬৪০ রুপির টিকিটের দাম বেড়ে হচ্ছে ৭০০ রুপি। ২০০০ রুপির টিকিটের দাম ২৫৬০-এর বদলে হচ্ছে ২৮০০ টাকা। তার পরে স্টেডিয়াম ফি এবং অনলাইন বুকিং বাবদ খরচও রয়েছে। ফলে এক লাফে কয়েকশো রুপি অতিরিক্ত খরচ হতে চলেছে দর্শকদের।

এই বৃদ্ধির ফলে আইপিএল ভারতে সর্বোচ্চ জিএসটি স্ল্যাবে পড়েছে, যেখানে ক্যাসিনো, রেস ক্লাব বা সেগুলোর সঙ্গে যুক্ত স্থাপনাও অন্তর্ভুক্ত। তবে যারা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখতে যান, তাদের জন্য কিছুটা স্বস্তি আসতে পারে। এতদিন আইপিএল টিকিটের মতো আন্তর্জাতিক ম্যাচের টিকিটেও ২৮% জিএসটি লাগত, কিন্তু এই স্ল্যাব এখন বাতিল করা হয়েছে।
ভারতীয় সরকারের তথ্য ও সম্প্রচার দফতরের (পিআইবি) সর্বশেষ বিজ্ঞপ্তিতে কর হারের এই পরিবর্তনের কথা বলা হয়েছে, যেখানে কেবলমাত্র 'আইপিএল-এর মতো ক্রীড়া ইভেন্ট' উল্লেখ করা হয়েছে। আর্থিক ও ব্যবসায়িক প্রকাশনাগুলি এর ব্যাখ্যা করেছে যে, অন্য ক্রিকেট ম্যাচগুলো এখন 'স্বীকৃত ক্রীড়া ইভেন্ট'-এর আওতায় পড়তে পারে।
বর্তমানে, অন্য স্বীকৃত ক্রীড়া ইভেন্টের টিকিটের ক্ষেত্রে, ৫০০ রুপির বেশি দামের টিকিটে ১৮% জিএসটি প্রযোজ্য হয়। ৫০০ টাকার কম দামের টিকিটে কোনো জিএসটি নেই। তাই আন্তর্জাতিক ম্যাচ বা অন্যান্য রাজ্য পরিচালিত লিগের টিকিট শিগগিরই আরও সস্তা হতে পারে।
এখন যদি কোনো আন্তর্জাতিক ম্যাচের টিকিটের ভিত্তিমূল্য হয় ১০০০ টাকা, তবে কর যোগ করার পর সেটি দাঁড়ায় ১২৮০ টাকা। নতুন পরিবর্তনের ফলে সেই দাম নেমে আসবে ১১৮০ টাকায়। এই পরিবর্তন কার্যকর হবে ২২শে সেপ্টেম্বর থেকে, অর্থাৎ নারী ক্রিকেট বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে, যা ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট আসর। এই টুর্নামেন্টের টিকিট এখনও বিক্রির জন্য উন্মুক্ত হয়নি। ৩০শে আগস্ট, টুর্নামেন্টের উদ্বোধনের ঠিক এক মাস আগে।