
প্রথমবারের মতো সিপিএলে নাম লেখালেন রিজওয়ান
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের বাকি অংশের জন্য সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে যোগ দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পেসার ফজলহক ফারুকির পরিবর্তে দলে এসেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরের বাকি অংশের জন্য সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসে যোগ দিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পেসার ফজলহক ফারুকির পরিবর্তে দলে এসেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক।
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে জাতীয় নির্বাচনের কারণে সেই পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে বলে জানিয়েছেন বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম। এমন পরিস্থিতির কথা চিন্তা করে বিকল্প ভাবনাও ভেবে রেখেছেন তারা।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের আদলে ২০২৬ সালে মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজন করা হবে টুর্নামেন্টটি। তবে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (পিএসএল) ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়নরা। এমন প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেই লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সিকান্দার রাজা। বার্মিংহামে রাতের ডিনার করা জিম্বাবুইয়ান অলরাউন্ডার দুবাইয়ে সেরেছেন সকালের নাশতা। গাড়ি যোগে আবুধাবি পৌঁছে সেখানে করেছেন লাঞ্চ। পরবর্তীতে টসের ১০ মিনিট আগে লাহোরে পৌঁছে খেলেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল। লাহোরের তৃতীয় শিরোপা জয়ের নায়কদের একজনও হয়ে উঠেছেন রাজা। তারকা অলরাউন্ডারের এমন পেশাদারিত্ব প্রশংসায় ভাসছে সর্বত্র। ইমাদ ওয়াসিম জানান, টাকা থাকলে এমন সম্ভব জিনিস অনায়াসেই সম্ভব হয়ে উঠে।
সিকান্দার রাজা যখন লাহোর বিমানবন্দরে পৌঁছান, টস হতে বাকি আর মিনিট দশেক। জিম্বাবুয়ের এই অলরাউন্ডারের পৌঁছে যাওয়ার খবর পেয়ে তাকে একাদশে রেখেই টিম শিট নিয়ে টসে নেমে পড়েন শাহীন শাহ আফ্রিদি। বিমানবন্দর থেকে ছুটে সরাসরি মাঠে এসে দলের হয়ে ৪ ওভার বোলিং করলেন। ব্যাট হাতে ঝড় তুলে শেষ পর্যন্ত লাহোর কালান্দার্সের জয়ের নায়ক হয়েছেন রাজাই।
ম্যাচ জিততে শেষ ৩০ বলে লাহোর কালান্দার্সের প্রয়োজন ছিল ৭১ রান। এমন সময় আবরার আহমেদের ওভারে ১২ রান নিয়ে আসেন কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকশে। পরের ওভারে অবশ্য মোহাম্মদ আমিরকে খেলতেই পারছিলেন না তারা দুজন। বাঁহাতি পেসারের প্রথম চার বলে রাজাপাকশের উইকেট হারানো লাহোর ২ রানের বেশি করতেই পারেনি। তবে ব্যাটিংয়ে এসেই আমিরের শেষ দুই বলে চার ও ছক্কা মেরে পুষিয়ে দেন সিকান্দার রাজা।
বাংলাদেশ ক্রিকেটে রেকর্ডের আরেক নাম সাকিব আল হাসান। তিনিই দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, রান, উইকেট ও অলরাউন্ড কীর্তির মালিক। তবে এবার এমন এক রেকর্ড গড়েছেন সাকিব, যা কোনো ব্যাটারের জন্য কাঙ্ক্ষিত নয়। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এখন তারই।
ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বন্দ্বে মাঝ পথে বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগ। তখন অন্য ক্রিকেটারদের সঙ্গে দেশে ফিরেছিলেন রিশাদ হোসেনও। এরপর পিএসএলে আবার শুরু হলেও তখন লাহোর কালান্দার্সের সঙ্গে যোগ দিতে পারেননি রিশাদ। তখন তিনি ব্যস্ত বাংলাদেশ দলের সংযুক্ত আরব আমিরাত সিরিজে।
সানরাইজার্স হায়দরাবাদ ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে জিততে পারলেই পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে শেষ করতে পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে ফাইনালে যাওয়ার জন্য অন্তত দুটি সুযোগ পাবেন বিরাট কোহলিরা। সূচির কারণে সেরা দুইয়ে থাকলে লাভের সঙ্গে খানিকটা লসও সামাল দিতে হবে বেঙ্গালুরু। প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার তাই কোয়ালিফায়ার খেলার জন্য আদর্শ সূচি মানছেন না।
পিএসএলের দল লাহোর কালান্দার্স যেন এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। দলটির হয়ে খেলছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। রিশাদ হোসেন, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। পিএসএসলের শুরু থেকেই রিশাদ ছিলেন লাহোর দলে। পারফর্ম করেছেন তিনি। তবে ভারত ও পাকিস্তান সংঘাতের পর জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরাত সিরিজে খেলেছেন তিনি।
পেশোয়ার জালমির বিপক্ষে ফেরার ম্যাচে ব্যাট হাতে গোল্ডেন ডাক মারা সাকিব আল হাসান বোলিংয়ে ২ ওভারে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এলিমিনেটরে করাচি কিংসের বিপক্ষে বল হাতে নিয়েই অবশ্য উইকেটের দেখা পেয়েছিলেন বাংলাদেশের এই স্পিনার। নিজের করা প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে ফিরিয়েছিলেন জেমস ভিন্সকে। এমন বোলিংয়ের পরও অবশ্য সাকিবকে আর বোলিংয়েই আনেননি অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।
দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষ করে পিএসএল খেলতে আবারো পাকিস্তানে গেছেন রিশাদ হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা নিশ্চিত করেছে তার দল লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি।