
রিশাদ লাহোর কালান্দার্সের সম্পদ: ভিসে
তিন উইকেট নিয়ে পিএসএল অভিষেক রাঙিয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনারের পিএসএল অভিষেকের দিনে দল লাহোর কালান্দার্সও জিতেছে। রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টটিতে রশিদ খানের অভাব বেশ ভালোভাবেই পূরণ করেছেন রিশাদ, এমনটা মনে করছেন ডেভিড ভিসে।