পিএসএলের প্রাইজমানি ঘোষণা

ফ্র্যাঞ্চাইজি লিগ
পিএসএলের প্রাজমানি ঘোষণা
পিএসএলের শিরোপা হাতে ইসলামাবাদের ক্রিকেটাররা, পিএসএল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্রাইজমানি ঘোষণা করেছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ মার্কিন ডলার (প্রায় ৫.৫ কোটি বাংলাদেশি টাকা)। রানার্সআপ দলের জন্য বরাদ্দ করা হয়েছে ২ লাখ ডলার (প্রায় ২.২ কোটি টাকা)।

প্রাইজমানির বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেম নিশ্চিত করেছে পিসিবি। প্রাইজমানির দিক দিয়ে আইপিএলের অনেকে অনেকটাই পিছিয়ে পিএসএল। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাইজমানি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। এবারের আইপিএলের প্রাইজমানি এখনও ঘোষণা করা হয়নি।

যদিও গতবার চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২০ কোটি রুপি (প্রায় ২৭.৫ কোটি টাকা), রানার্সআপ পেয়েছিল ১২.৫ কোটি রুপি (প্রায় ১৭ কোটি টাকা)। এ ছাড়া, উইমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) এবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স পেয়েছে ৬ কোটি রুপি (প্রায় ৮.২৫ কোটি টাকা), রানার্সআপ দিল্লি ক্যাপিটালস পেয়েছে ৩ কোটি রুপি (প্রায় ৪.১ কোটি টাকা)।

এবারের পিএসএলে প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে দুই বারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। এবারের টুর্নামেন্টেও অংশ নিচ্ছে ছ'টি দল। ১৮ মের ফাইনাল পর্যন্ত মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৩টি ম্যাচ হবে।

এর মধ্যে ২টি এলিমিনেটর ও ফাইনাল রয়েছে। রাওয়ালপিন্ডিতে ১১টি ম্যাচ (কোয়ালিফায়ার-১ সহ) এবং করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম ও মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ৫টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। পিএসএলের এবারের আসরে তিনটি ডাবল হেডার রয়েছে। এর মধ্যে দুটি শনিবার ও আরেকটি মে দিবসের ছুটিতে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: পিএসএল