promotional_ad

২০২৭ পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্বে টেইট

শন টেইট
অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইটকে বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪২ বছর বয়সী টেইট চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেবেন। তার সঙ্গে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি করেছে বিসিবি।

promotional_ad

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই তথ্য জানিয়েছে। টেইট এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। এর বাইরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ লিগ (বিবিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং ইংলিশ কাউন্টির বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছেন তিনি।


আরো পড়ুন

মেয়াদ শেষের আগেই অ্যাডামসকে বিদায় জানাল বিসিবি

১১ মে ২৫
ফাইল ছবি

সর্বশেষ বিপিএল মৌসুমে তিনি চিটাগং কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি এবং এর আগে ২০১২-১৩ মৌসুমে একই দলের হয়ে খেলেও ছিলেন তিনি। টেইট ২০০৭ সালের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। অজিদের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৫৯টি ম্যাচ খেলেছেন।


promotional_ad



আরো পড়ুন

বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান

২ ঘন্টা আগে
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (বাম থেকে), ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগের সারথি হতে পেরে দারুণ আনন্দিত টেইট। বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, 'বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ভালো সময় এখন, খানিকটা নতুন যুগের শুরু বলা যায়। সাম্প্রতিক সময়ে এটা বহুবারই বলা হয়েছে, তরুণ প্রতিভা ও ফাস্ট বোলাদের নিয়ে, যা দারুণ।'


বাংলাদেশ দলের প্রতিভা থেকে ফল বের করে আনার প্রত্যাশা নিয়ে তিনি বলেন, 'এটা আন্তর্জাতিক ক্রিকেট, কোনো ডেভেলপমেন্ট টিম নয় এবং এখানে সবারই প্রত্যাশা থাকে প্রতিভা থেকে যেন ফল মেলে। এখানে ফাস্ট বোলিং গ্রুপকে নিয়ে আমার মনোযোগ থাকবে সেদিকেই এবং আরও বেশি যেটা গুরুত্বপূর্ণ, দলের জন্য জয় বয়ে আনা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball