বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াডে পরিবর্তন

বাংলাদেশ
বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াডে পরিবর্তন
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) সবশেষ আসরে সিলেট বিভাগের ব্যাটিংয়ে মাত্র ১৪৩ রান করলেও বল হাতে ২০ উইকেট নিয়েছিলেন তোফায়েল আহমেদ। এনসিএলের ছন্দ ধরে রেখেছিলেন সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ১১ ম্যাচে ২৬৯ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। এ ছাড়া পেস বোলিংয়ে তোফায়েলের শিকার ১১ উইকেট। ঘরোয়ার ক্রিকেটের এমন পারফরম্যান্সে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সুযোগ মেলেনি তাঁর।

যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময়ই আঙুলের চোটে পড়েন পেস বোলিং এই অলরাউন্ডার। প্রোটিয়াদের বিপক্ষে চারদিনের ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াডে থাকলেও পরবর্তীতে সরিয়ে নেয়া হয়েছে তাকে। চোট থেকে সেরে উঠতে না পারায় তোফায়েলের বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত করা হয়েছে বাঁহাতি পেসার শফিকুল ইসলামকে। ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াড। এনসিএলের সবশেষ আসরে বরিশাল বিভাগের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন ইফতিখার ইফতি। এক সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিতে ৪৩.৩০ গড়ে ৭ ম্যাচে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ ৫৬৩ রান করেছিলেন তিনি। এমন পারফরম্যান্সেই সুযোগ মিলেছে ইমার্জিং দলে। ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন আশিকুর রহমান শিবলীও।

ঢাকা বিভাগের হয়ে ৭ ম্যাচে সমান একটি করে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরিতে ৩২২ রান করেছিলেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। রংপুরের হয়ে ২০৭ রান করার পাশাপাশি ১২ উইকেট নিয়ে ইমার্জিং দলে আছেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। এনসিএলের গত আসরে চট্টগ্রাম বিভাগের হয়ে ৪ ম্যাচে মাত্র ১৫৮ রান করা শাহাদাত হোসেন দিপুকে করা হয়েছে বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক।

উইকেটকিপার হিসেবে আশিকুরের সঙ্গী প্রীতম কুমার। রাজশাহী বিভাগের হয়ে সাত ম্যাচে ২৬৫ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। এনসিএল ও ডিপিএলে পারফর্ম করে ইমার্জিং দলে সুযোগ পেয়েছেন আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, আইচ মোল্লা, প্রীতম কুমার, মইন খান, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, নাইম আহমেদ, মারুফ মৃধা, রিপন মণ্ডল, মেহেদী হাসানরা। ২০ মে থেকে চট্টগ্রামে মাঠে গড়াবে প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি হবে ঢাকায়, ২৭ মে থেকে।

বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াড— ইফতিখার ইফতি, আশিকুর রহমান শিবলী, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, শাহাদাত হোসেন দিপু (অধিনায়ক), আরিফুল ইসলাম, আইচ মোল্লা, প্রীতম কুমার, মইন খান, শফিকুল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, রাকিবুল হাসান, নাইম আহমেদ, মারুফ মৃধা, রিপন মণ্ডল, মেহেদী হাসান।

আরো পড়ুন: বাংলাদেশ ইমার্জিং দল