promotional_ad

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপট দেখিয়ে ৩০৮ রান তুলে নিয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। জবাবে দারুণ ব্যাট করছিল সাউথ আফ্রিকা ইমার্জিং দলও। তবে দারুণ শুরুর পরও তাদের একাই ধসিয়ে দিয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

promotional_ad

প্রোটিয়াদের ১০ উইকেটের ৭টিই নিয়েছেন বাংলাদেশের এই স্পিনার। আর তাতেই সফরকারীরা গুটিয়ে গেছে ২৪৩ রানে। জবাবে খেলতে নেমে স্বস্তিতে নেই বাংলাদেশও। তারা তৃতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৫ রান নিয়ে। কোনো রান না করেই অপরাজিত আছেন শাহাদাত হোসেন দিপু ও আইচ মোল্লা।


এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ রান করে আশিকুর রহমান ও ৪ রান করে চৌধুরি মোহাম্মদ রিজওয়ান আউট হয়েছেন। একটি করে উইকেট তুলে নিয়েছেন তিয়ান মাইকেল ও আন্দিলে অস্টিন। তৃতীয়দিন শেষে বাংলাদেশ ইমার্জিং দল এগিয়ে আছে ৭০ রানে।


promotional_ad

৩ উইকেটে ১৪৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল প্রোটিয়ারা। অধিনায়ক জর্জ মার্থিনাস ফন হার্ডিন ও ওঙ্গোমোদিতসো রিচার্ড সেলেতসোয়ানে দিনের শুরুতে দারুণ ব্যাটিং করেছেন। চতুর্থ উইকেটে তাদের জুটি থেকে এসেছে ১০৭ রান। ৬৪তম ওভারের শেষ বলে হার্ডিনকে ফিরিয়ে জুটি ভাঙেন রাকিবুল।


১২৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৩ রান করেন হার্ডিন। তিনি ফেরার পরই প্রোটিয়াদের ব্যাটিং অর্ডারে নামে ধস। ১৬ রানের মধ্যে তারা হারায় ৪ উইকেট। এর মধ্যে সেলেতসোয়ানে, ডিয়ান ফরেস্টকে ফিরিয়েছেন রাকিবুলই। বিপর্যয়ে দারুণ এক জুটি গড়ে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন তিয়ান ও আন্দিল চার্লস মোগাকান।


অষ্টম উইকেটে তারা যোগ করেন ৪৬ রান। ফুরেনকে ফিরিয়ে টেলএন্ডারের এই জুটিও ভেঙেছেন রাকিবুল। ইনিংসের ৯০তম ওভারের প্রথম ও চতুর্থ বলে মোগাকানে ও সেপো ইনোসেন্ট এনতুলির জোড়া উইকেট নিয়ে প্রোটিয়াদের ইনিংস গুঁড়িয়ে দিয়েছেন রাকিবুল। তিনি ৬৪ রানে ৭ উইকেট নিয়ে ইনিংস শেষ করেছেন।


এর বাইরে দুটি উইকেট নেন রিপন মন্ডল। একটি উইকেট পেয়েছেন মইন খান। ৬৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে। যদিও বৃষ্টির কারণে আর কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশ ইমার্জিং দলকে। চার বিরতির পর আর মাঠে গড়ায়নি তৃতীয় দিনের খেলা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball