promotional_ad

তিন ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখল বাংলাদেশ

ম্যাচ শেষে আনুষ্ঠানিকতা সারছেন দুই দলের ক্রিকেটাররা, ফাইল ফটো
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষ করে পাকিস্তান সফরে পাঁচ টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আপাতত হচ্ছে না পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ক্রিকেটারদের চাওয়ায় তিন ম্যাচে নামিয়ে আনা হয়েছে পাকিস্তান ও বাংলাদেশের সিরিজটি। এই সিরিজে অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে কোচিং স্টাফ এবং ক্রিকেটারসহ বাংলাদেশের ১০ সদস্য।

promotional_ad

দুবাই থেকে রওনা দিয়ে আজ সকালেই পাকিস্তান পৌঁছেছে লিটন দাসের দল, যেখানে ক্রিকেটার আছেন চারজন। বাকিরাও আজকের মধ্যেই পৌঁছে যাবেন বলেই জানা গেছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে এই সিরিজটি খেলতে গেছে বাংলাদেশ। দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ অবশ্য আগে থেকেই পাকিস্তানে আছেন।


আরো পড়ুন

মিরপুরে ‘ড্র’ করে সিরিজ হার সোহানদের

২২ ঘন্টা আগে
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

তারা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য সেখানে যান। তাদের দল লাহোর কালান্দার্স আজ ফাইনাল ম্যাচ খেলবে। এই ম্যাচটি শেষ করেই দলের সঙ্গে যোগ দেবে তারা। এদিকে দলের আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান গতকালই আইপিএল খেলা শেষ করলেন।


promotional_ad

ভারত থেকে দুবাই হয়ে পাকিস্তানে আসার কথা রয়েছে তার। মিরাজ অবশ্য শুরুতে এই সিরিজের দলে ছিলেন না। সৌম্য সরকারের ইনজুরির কারণে বদলি হিসেবে তার নাম ঘোষণা করা হয়। পিএসএল খেলতে এই মুহূর্তে পাকিস্তানে আছেন সাকিব আল হাসানও। যদিও বেশ কয়েকমাস ধরে জাতীয় দলের ধারেকাছেও নেই এই অলরাউন্ডার।


আরো পড়ুন

পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক

৩ ঘন্টা আগে
পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে (বামে), ব্যাটিং কোচ হানিফ মালিক (ডানে), ফাইল ফটো

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ২৮ মে। একদিনের বিরতি দিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ৩০ মে। আর সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে পহেলা জুন। সবগুলো ম্যাচই রাখা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।


ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা তৈরি হয়। বিসিবি সভাপতি ফারুক আহমেদও সফরটি নিয়ে নিশ্চিত ছিলেন না। প্রাথমিকভাবে ২৫ মে ফয়সালাবাদে শুরু হওয়ার কথা ছিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যদিও পিএসএল পিছিয়ে যাওয়ায় সিরিজটি একটু দেরীতে শুরু করতে হচ্ছে পিসিবিকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball