পাকিস্তান-বাংলাদেশ সিরিজেও থাকছে না ডিআরএস

ছবি: ফাইল ছবি

ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে চলতি মাসের শুরুতে স্থগিত করা হয় পিএসএল। দুই দেশের সমঝোতায় যুদ্ধ বিরতি হওয়ায় আবারও মাঠে গড়ায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। ৭ মে পিএসএল স্থগিত হলে যার যার দেশে ফেরেন প্রযুক্তি সরবরাহকারী হক-আই দল। টুর্নামেন্ট শুরু হলেও পাকিস্তানে ফেরেননি তাদের কেউই।
নতুন টেস্ট অধিনায়ককে অন্তত ২ বছরের জন্য চান বাশার
১৮ ঘন্টা আগে
এমন অবস্থায় পিএসএল পুনরায় হলেও ম্যাচে ছিল ডিআরএসের ব্যবহার। যদিও ৭ মে’র আগ পর্যন্ত সব ম্যাচেই ব্যহার করা হয়েছে ডিআরএস। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সিরিজ শুরুর আগেও ফেরেননি ডিআরএসের সঙ্গে সম্পৃক্ত সদস্যরা। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ব্যবহার করা হচ্ছে না ডিআরএস। এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।

ওয়ানডের বদলে টি-টোয়েন্টি চায় পাকিস্তান, নারাজ ওয়েস্ট ইন্ডিজ
২ ঘন্টা আগে
এমন অবস্থায় বল ট্র্যাকিং, আলট্রা এজ প্রযুক্তি না থাকায় আম্পায়ারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করতে হবে বাংলাদেশ ও পাকিস্তানকে। সবচেয়ে ভালো খবর পিএসএলের শেষাংশে ডিআরএস না থাকলেও বিতর্কিত কোন ঘটনা ঘটেনি। ডিআরএস না থাকার বিষয়টি বাংলাদেশ ও পাকিস্তান দলকে অবহিত করেছে পিসিবি।
প্রাথমিকভাবে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে দুই দেশের বোর্ডের চাওয়ায় সেটি নামিয়ে আনা হয় তিন ম্যাচে। এদিকে ২৫ মে সিরিজ শুরুর কথা থাকলেও পিএসএল পিছিয়ে যাওয়ায় ২৮ মে থেকে মাঠে গড়াচ্ছে সিরিজটি। বাকি দুই ম্যাচ হবে ৩০ মে ও ১ জুন। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।