বিশ্বাস আছে আমরা বিশ্বের যেকোন দলকে হারাতে পারি: লিটন

ছবি: পিসিবি

সবশেষ কয়েক বছরে ক্রিকেটের কোনো সংস্করণেই প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না বাংলাদেশ। ধারাবাহিকতার অভাবে ক্রমশই অবনতি হচ্ছে দেশের ক্রিকেটের। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারই যেন সেটার প্রমাণ। যদিও টি-টোয়েন্টিতে বরাবরই বাংলাদেশের পারফরম্যান্স বিবর্ণ। তবুও সহযোগী দেশের কাছে সিরিজ হারায় নিজেদের অবনতির প্রতিচ্ছবি সামনে এনেছে তারা।
লিটনকে দ্রুত আউট করতে চায় পাকিস্তান, বাবর-শাহীনদের মিস করবেন না সালমান
৫ ঘন্টা আগে
চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারা বাংলাদেশের সামনে এখন পাকিস্তান চ্যালেঞ্জ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলনও শুরু করেছে বাংলাদেশ। গত বছরের সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের সিরিজ জয়ের তাজা স্মৃতি রয়েছে লিটন-শান্তদের। যদিও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি পারফরম্যান্স হতাশার।
এখন পর্যন্ত ২০ ওভারের ক্রিকেটে ১৯ ম্যাচ খেলে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র তিনটিতে। শেষবার ২০১৬ সালের এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে জিতেছিল বাংলাদেশ। ২০২৩ এশিয়ান গেমসে জিতলেও আদতে সেখানে খেলেনি দুই দেশের জাতীয় দল। এমন অতীত পারফরম্যান্সের সঙ্গে কদিন আগে সংযুক্ত আরব আমিরাতে সিরিজ হারের স্মৃতি থাকলেও লিটনের বিশ্বাস তারা বিশ্বের যেকোন দলকেই হারাতে পারেন।

প্রথম টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘এটা ভিন্ন আরেকটি বলে খেলা। আমাদের মধ্যে বিশ্বাস আছে আমরা বিশ্বের যেকোন দলকে হারাতে পারি। কিন্তু তারপরও আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা প্রতিপক্ষের কোন কিছু নিয়ে খুব বেশি ভাবছি না। অতীতে আমরা কোনটা ভালো করেছি আর কোনটা খারাপ করেছি সেটা নিয়েই কেবল ভাবছি। আমরা এটা নিয়ে ভাবব এবং দেখতে হবে কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি।’
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের ধারাভাষ্যে রমিজ-হেইসম্যানদের সঙ্গী আতহার
৭ ঘন্টা আগে
ভিন্ন আরেকটি প্রশ্নে বাংলাদেশের অধিনায়ক আরও যোগ করেন, ‘আমার মনে হয় দল তারা (পাকিস্তান) খুবই ব্যালেন্সড। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে যেকোন দিনই তাদের হারাতে পারি। আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে কীভাবে আমরা আমাদের খেলার উন্নতি করতে পারি। আপনি যদি দেখেন সবশেষ কয়েক বছর ধরে টি-টোয়েন্টিতে আমরা ভালো ক্রিকেট খেলছি না। আমাদের এখনকার ভাবনাটা হচ্ছে সবসময় ভালো ক্রিকেট খেলা। তারপর অন্য কোন নাম কিংবা অন্য কিছু নিয়ে ভাববো।’
পাকিস্তানে সিরিজে খেলতে যাওয়ার আগে প্রস্তুতির অংশ হিসেবেই শারজাতে টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতলেও পরের দুই টি-টোয়েন্টি হেরে সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ খোয়ায় লিটন-শান্তরা। এমন হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশের ক্রিকেট। ভালো ক্রিকেট খেলতে না পারায় এমন সমালোচনাকে সাদরে গ্রহণ করছেন লিটন। পাশাপাশি ভুলগুলো শুধরে পাকিস্তানে ভালো ক্রিকেট খেলতে চান তারা।
লিটন বলেন, ‘আলোচনা-সমালোচনা হবেই। ভালো ক্রিকেট না খেললে এটা তো স্বাভাবিক জিনিস। আমাদের সবারই চেষ্টা থাকে কীভাবে আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি। আমরা জানি কোথায় কী ভুলগুলো করেছি। আমরা চেষ্টা করব ওই জিনিসটা যেন এখানে পুনরাবৃত্তি না হয়। আমার মনে হয় আমাদের দলটা খুবই ব্যালেন্সড।’
সিরিজের প্রত্যাশা নিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সিরিজের প্রত্যাশা আমার একটাই ভালো ক্রিকেট খেলতে চাই এবং আমরা উন্নতি করতে পারছি কিনা। শুধু রেজাল্টে নয়, রেজাল্ট সবসময় আপনার দিকে আসবে না কিন্তু কিভাবে ক্রিকেট খেলছেন এটা বড় জিনিস। আমার কাছে মনে হয় আমরা যদি প্রক্রিয়া অনুসরণ করি সাফল্যের রেজাল্টটা বেশি থাকবে।’