সেপ্টেম্বরে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি নিয়োগ, অক্টোবরে ড্রাফট

ছবি: বিপিএল

বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন নতুন ফ্র্যাঞ্চাইজি নেয়ার প্রক্রিয়া শুরু হবে আগে। সেপ্টেম্বরের মধ্যে তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে চায় বিসিবি। তারা সেই অনুযায়ীই কাজ করছেন। আগেই জানা গেছে বিপিএলের এবারের আসরের যুক্ত হচ্ছে নতুন বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি।
বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি
১৪ জুলাই ২৫
তাদের সঙ্গে ৫ বছরের জন্য চুক্তি করবে বিসিবি। এরই মধ্যে অনেক প্রতিষ্ঠান বিপিএলে দল নিতে আগ্রহ দেখিয়েছে। বিসিবি সেগুলো যাচাই বাছাই করছে। এ প্রসঙ্গে মাহবুম আনাম বলেন, 'আমরা আশা করব যে এটা আগস্টের মধ্যে আমরা হয়তো নতুন ফ্র্যাঞ্চাইজি নেবার যে প্রক্রিয়া সেটা শুরু করবো এবং সেপ্টেম্বরের মধ্যে আমরা একটা টাইমলাইন রেখেছি যে নতুন ফ্রাঞ্চাইজিগুলো নিযুক্ত করা।'

ড্রাফট নিয়েও সুখবর দিয়েছেন বিপিএল প্রধান। বিপিএলের সার্বিক পরিচালনার জন্য একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির দ্বারস্থ হতে যাচ্ছে বিসিবি। সেই প্রক্রিয়া আগামী আগস্টের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাহবুব আনাম। সেই অনুযায়ী অক্টোবরে ড্রাফটের প্রস্তুতি নিচ্ছেন তারা।
আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু
১০ জুলাই ২৫
বিসিবির এই পরিচালক বলেন, 'ড্রাফট টা আরেকটু পরে। প্রথমত আমরা একটা টাইমলাইন করেছি, সে টাইমলাইন গুলো হচ্ছে ড্রাফটটা আমি মনে করি অক্টোবরের আগে হবে না। কারণ আমরা যদি দেখি আমাদের যে সময় টুকু রয়েছে সে সময়টুকু আমরা যেভাবে বলেছি যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির নিয়োগ আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে যদি আমরা শেষ করতে পারি, আগস্টের শেষের মধ্যে আমরা ফ্রাঞ্চাইজি নিযুক্ত করার প্রক্রিয়ায় যাবো। এটা সেপ্টেম্বরে যদি আমরা সেটা শেষ করি তাহলে হয়তো অক্টোবরে আমরা ড্রাফটে যেতে পারবো।'
কোন প্রক্রিয়ায় ফ্র্যাঞ্চাইজি নিয়োগ দেয়া হবে তা নিয়ে এখনও দ্বিধা দ্বন্দ্বে বিসিবি। দায়িত্ব পাওয়া স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে আলোচনা করেই এই প্রক্রিয়া ঠিক করা হবে বলে নিশ্চিত করেছেন মাহবুব আনাম। এর আগে বিপিএলের দলগুলোর মালিকানায় অনেক সময় প্রবাহী ব্যবসায়ীদের দেখা গেছে। তবে পুরোপুরি বিদেশি কোনো প্রতিষ্ঠানকে এর আগে বিপিএলের কোনো দলের মালিকানায় দেখা যায়নি। এবার বিদেশি ফ্র্যাঞ্চাইজিদের মালিকানা দেয়া হবে কিনা পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
এই বিষয়ে মাহবুব আনাম বলেন, 'দেখেন আমরা যখন ফ্র্যাঞ্চাইজি যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সাথে আমরা বোর্ড মিলে একটা সিদ্ধান্তে আসব যে কি ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজি গুলো নিয়োগ করা হবে। সেই ভিত্তিতে যদি বিদেশী মালিকানাধীন কাউকে দিতে হয়। অতীতে অবশ্য ছিল কিছু কিছু জায়গায় আমরা শুনেছি ইংল্যান্ডের মালিকানাধীন বা বাঙালি যারা ইউএসএ'তে থাকে তারাও করেছে শুনেছি। তো সেই প্রক্রিয়া গুলো আমরা আগস্টে যখন আমরা ফ্র্যাঞ্চাইজি নিয়োগে যাবো তখনই আপনাকে জানাতে পারবো।'