মাইলস্টোন ট্র্যাজেডিতে তামিম-তাসকিন-লিটনসহ ক্রিকেট মহলে শোক

মাইলস্টোন ট্র্যাজেডি
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এবং কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। এই প্রতিবেদন লিখার সময় পর্যন্ত এই ঘটনায় ১৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আহত বা দগ্ধ আরো অন্তত ৭০ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন চলমান রয়েছে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ।

promotional_ad

এদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোক প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ নিয়ে পোস্ট করে নিজেদের সহমর্মিতার কথা জানান।


আরো পড়ুন

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় সাকিবের শোক

১ ঘন্টা আগে
সাকিব আল হাসান

বিবৃতিতে বিসিবি বলেছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঢাকার মাইলস্টোন কলেজের কাছে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার হতাহতের ঘটনায় গভীরভাবে শোকাহত। বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। এই হৃদয়বিদারক ঘটনার শিকার সবাইকে জানাই আমাদের প্রার্থনা ও সহমর্মিতা।'


ফেসবুকে তামিম ইকবাল লিখেছেন, 'উত্তরা মাইলস্টোন কলেজের সকলের জন্য প্রার্থনা।'


একই কথা লিখেন তাইজুল ইসলামও, 'উত্তরা মাইলস্টোন কলেজের জন্য প্রার্থনা।'


টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস লিখেন, 'উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক ঘটনার শিকার সবাইকে জানাই আমাদের প্রার্থনা ও গভীর সমবেদনা। সান্ত্বনা ও শক্তি পৌঁছে যাক হতাহতদের এবং তাদের পরিবারের কাছে।'


দলের পেসার তাসকিন আহমেদ লিখেন, 'হে মহান আল্লাহ। উত্তরায় মাইলস্টোন কলেজের উপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধ সবাইকে আপনি আপনার রহমতের চাদরে ঢেকে রাখুন। আপনার অশেষ দয়ায় তাদের কষ্ট লাঘব হোক, ফিরে পাক সুস্থতা ও শান্তি।'


অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও লিখেন, 'উত্তরা মাইলস্টোন কলেজের জন্য প্রার্থনা।'


promotional_ad



আরো পড়ুন

বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি

১৪ জুলাই ২৫
বিসিবি

আরেক অলরাউন্ডার শেখ মেহেদী লিখেন, 'মাইলস্টোন কলেজের উপরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের বিল্ডিংয়ে। সবাই দোয়া করুন। সবাই সাহায্যে এগিয়ে আসুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন।'


ওপেনার পারভেজ হোসেন ইমন লিখেন, 'উত্তরা মাইলস্টোন কলেজের জন্য প্রার্থনা।'


পেসার শরিফুল ইসলাম লিখেন, 'একটি স্কুল, শিশুরা, নিরাপত্তার আশ্রয়…আর সেখানে নেমে এলো ভয়াবহতা। এ কষ্ট শুধু একজনের না—পুরো জাতির। আমরা শোকাহত। আমরা ব্যথিত। আমরা দোয়া করি সকল আহতের দ্রুত সুস্থতা কামনায়, এবং নিহতের আত্মার মাগফিরাতের জন্য।'


টেস্ট বিশেষজ্ঞ ব্যাটার মুমিনুল হক লিখেন, 'এই হৃদয়বিদারক ট্র্যাজেডি আমাদের সকলকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।


মাইলস্টোন কলেজ পরিবার–এর প্রতি আমাদের গভীর সমবেদনা।


এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি।'


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী সতর্কবার্তায় লিখেন, 'বিনা প্রয়োজনে হাসপাতাল বা রাস্তায় বের হয়ে ট্র্যাজেডি দেখতে গিয়ে চিকিৎসক বা নিয়োজিতদের কাজে ব্যাঘাত ঘটাবেন না দয়া করে। কখনো কখনো কিছু না করাও উপকার করার সমান।'


অলরাউন্ডার নাসির হোসেন লিখেন, 'উত্তরা মাইলস্টোন কলেজের জন্য প্রার্থনা।'


ওপেনার এনামুল হক বিজয় লিখেন, 'উত্তরার আকাশে ঘটে যাওয়া আজকের ভয়াবহ দুর্ঘটনা আমাদের হৃদয়ে গভীর আঘাত দিয়েছে। একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল-কলেজের পাশে যে মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা সত্যিই অশ্রুসিক্ত ও বেদনাদায়ক। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। এই দুঃসময়ে আমাদের প্রার্থনা হোক একটাই— হে আল্লাহ, আমাদের নিরাপদ রাখুন, এই জাতিকে রক্ষা করুন এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে। আমিন।'


আরেক ওপেনার ইমরুল কায়েস লিখেন, 'আজ উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানের মর্মান্তিক দুর্ঘটনার খবরে আমরা শোকাহত। এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা। আল্লাহ নিহতদের জান্নাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর এই দুঃখ সহ্য করার শক্তি দিন।'


ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার শামসুর রহমান শুভ লিখেন, 'অনুগ্রহ করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক এবং পাইলটের জন্য দোয়া করুন।'


অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব লিখেন, 'মাইলস্টোন কলেজ থেকে হৃদয়বিদারক খবর এসেছে। যারা এতে আক্রান্ত হয়েছেন, তাদের সবার জন্য আমাদের প্রার্থনা রইল।'


পেসার রুবেল হোসেন লিখেন, 'মাইলস্টোন কলেজের উপরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের বিল্ডিংয়ে। সবাই দোয়া করুন। সবাই সাহায্যে এগিয়ে আসুন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball