অভিষেক টেস্টে করা সেঞ্চুরিটিকে মূল্যায়ন করলেন বুলবুল

promotional_ad

২০০০ সালে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পায় বাংলাদেশ দল। সে বছরেই ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলতে নামে বাংলাদেশ। আর সেই ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তৎকালীন ওপেনার আমিনুল ইসলাম বুলবুল।


দেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেঞ্চুরিয়ানদের সবার শীর্ষে থাকবে সাবেক এই ক্রিকেটারের নাম। সম্প্রতি তিনি কথা বলেছেন তার করা সেই সেঞ্চুরি নিয়ে। তার মতে, সেটিই ছিল তার 'সিগনেচার ইনিংস'!


promotional_ad

ঢাকা ট্রিবিউনেকে জানিয়েছেন, "আমি জানি না ওটাই আমার ক্যারিয়ারের সেরা ইনিংস কি না। তবে আমি একটা জিনিস বলতে পারি, এটা আমার জীবনের সিগনেচার ইনিংস। ঐ সময়টায় অনেকেই আমাকে সাহায্য করেছিলেন।"


একইসাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই সময়ে জাতীয় দলের অধিনায়কত্ব করা নাঈমুর রহমান দুর্জয়ের প্রতি। বুলবুলের মতে, অধিনায়ক দুর্জয়ের কারণেই দলে জায়গা পেয়েছিলেন তিনি। কৃতজ্ঞতা প্রকাশ করেন বাকিদের প্রতিও। 


সাবেক ওপেনার জানিয়েছেন, "সেই সময়কার অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় নির্বাচকদের বলেছিলেন, আমাকে প্রথম টেস্টের দলে জায়গা দেওয়া উচিৎ। সেখানে এডি বার্লো এবং আশরাফুল ভাইও ছিলেন। 


ঐ ইনিংস খেলার পথে যারা আমার সঙ্গী ছিলেন তাদেরও ধন্যবাদ জানাই। পাইলট, দুর্জয়, সুমন, শান্ত… তারা আমাকে ইনিংসটি খেলতে এবং রান করতে সাহায্য করেছে। তাদের অবদান ভোলার মতো না।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball