promotional_ad

নটিংহ্যামশায়ারের সঙ্গে আব্বাসের চুক্তি বাতিল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসের সঙ্গে চুক্তি বাতিল করেছে কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ার। যদিও ভবিষ্যতে সুযোগ হলে আবারও তাঁকে দলে নেয়ার চেষ্টা করবে ক্লাবটি।


কাউন্টি চ্যাম্পিয়নশিপের ৯টি ম্যাচ খেলার জন্য আব্বাসের সঙ্গে চুক্তি হয়েছিল নটিংহ্যামশায়ারের। যদিও করোনা পরিস্থিতির কারণে কাউন্টি চ্যাম্পিয়নশীপ নিয়েই ধোঁয়াশা রয়েছে।


promotional_ad

পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী আগস্টে লাল বলের এই টুর্নামেন্ট শুরুর চেষ্টা করবে আয়োজকরা। এই সময় আব্বাস ব্যস্ত থাকবেন পাকিস্তান দলের ইংল্যান্ড সফর নিয়ে। মূলত এই কারণেই পাকিস্তানি এই পেসারের সঙ্গে চুক্তি বাতিল করেছে নটিংহ্যামশায়ার।


ক্লাবটির ডিরেক্টর অব ক্রিকেট মাইক নিউয়েল এ প্রসঙ্গে বলেছেন, 'আমরা আশাবাদী এই গ্রীষ্মে আব্বাস ইংল্যান্ডের বিপক্ষে নিজেকে মেলে ধরতে পারবে এবং আমরা এটা আগ্রহের সঙ্গে দেখবো। তাঁর সামর্থ্য এবং অভিজ্ঞতা রয়েছে ইংল্যান্ডের কন্ডিশনে ভয়ঙ্কর হয়ে ওঠার। এই বছর তাঁকে ধরে রাখা অসম্ভব। আমরা ভবিষ্যতে তাঁকে ট্রেন্টব্রিজে স্বাগত জানাবো।'


ক্লাবটি আরও জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি ব্লাস্টে ড্যানিয়েল ক্রিস্টিয়ানকে পাওয়ার ব্যাপারে দারুণ আশাবাদী তারা। এ ছাড়া গত আসরে দারুণ খেলা ইমাদ ওয়াসিমকেও দলে ফেরাতে আগ্রহী তারা। ইমাদ পাকিস্তানের ২৯ সদস্যের দলে আছেন। আগামী সেপ্টেম্বরে তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball