এবার ফাইনাল খেলতে চায় রংপুর রাইডার্স

গণমাধ্যমে কথা বলছেন নুরুল হাসান সোহান, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত দুই আসরেই প্লে'অফে খেলা হয়েছে রংপুর রাইডার্সের। তবে এই দুইবারের একবারও শিরোপা জেতা হয়নি নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন এই দলটির। এবার প্লে অফ পেরিয়ে ফাইনাল খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সোহান।

promotional_ad

সাম্প্রতিক সময়ে বেশ ফুরফুরে মেজাজে আছে রংপুর রাইডার্স দল। এই ডিসেম্বরেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছে তারা। বিপিএল শুরুর আগমুহূর্তে এই টুর্নামেন্ট জেতায় বেশ ছন্দে থেকেই এবারের আসর শুরু করতে যাচ্ছে রংপুর।


আরো পড়ুন

পাকিস্তান সিরিজের বাংলাদেশ দল ঘোষণা, এবারও নেই সোহান

১৭ জুলাই ২৫
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

সোহান বলেন, ‘রংপুর প্রতিবারই ভালো দল গড়ে। রংপুরের যারা সমর্থক আছে, তাদের একটা প্রত্যাশা আছে। ওই দায়িত্ব থেকে যে টুর্নামেন্টেই আমরা খেলি, অংশ নিই, চ্যাম্পিয়ন হওয়ার একটা লক্ষ্য থাকে। অবশ্যই আমার কাছে যে দায়িত্ব আছে, মাঠে তা পালন করার চেষ্টা করবো। যেটা বললাম রংপুর সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে। গত দুবারই আমরা কোয়ালিফায়ার খেলেছি। অবশ্যই চেষ্টা করবো ওটা পার হয়ে পরের ধাপে যাওয়ার।'


দল হিসেবে এবার বেশ শক্তিশালী রংপুর। সোহান ছাড়াও দেশি ক্রিকেটারদের মধ্যে এই দলে আছেন শেখ মেহেদী, সৌম্য সরকার, সাইফ হাসান, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম, রেজাউর রহমান রাজা, নাহিদ রানা, ও আজিজুল হাকিম তামিমের মতো ক্রিকেটাররা।


promotional_ad

আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে এই দলে আছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, সেদিকউল্লাহ অটল, খুশদিল শাহ, কার্টিস ক্যাম্ফার, স্টিভেন টেলর ও আকিফ জাভেদের মতো ক্রিকেটাররা।


আরো পড়ুন

ব্যাটিং ব্যর্থতার পর বৃষ্টিতে পরিত্যক্ত রংপুরের খেলা

২৩ ঘন্টা আগে
গ্লোবাল সুপার লিগ

স্কোয়াড নিয়ে সোহান আরও বলেন, ‘যদি আমার কথা বলেন। আমি সবসময় যে দলের সঙ্গে থাকি বা নেতৃত্ব দেই, সবসময় চেষ্টা করি যে দল হিসেবে কতটুকু খেলতে পারি। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল হিসেবে মাঠে কীভাবে খেলছি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'


'ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন দিক থেকেই। অনেক বেশি অলরাউন্ডারও আমাদের দলে আছে। সবদিক থেকেই কম্প্যাক্ট। দল হিসেবে আমরা কতটা খেলতে পারছি এবং ওই অনুভূতিটা কত তাড়াতাড়ি গড়ে তুলতে পারছি এটা গুরুত্বপূর্ণ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball