কোহলির বেঙ্গালুরুর হয়ে ২০২৬ আইপিএলে খেলতে চান আমির

ছবি: বিরাট কোহলিকে (বামে) আউট করে মোহাম্মদ আমিরের (ডানে) উল্লাস, ফাইল ফটো

আমিরের স্ত্রী নারজিস যুক্তরাজ্যের নাগরিক। বাঁহাতি এই পেসারের আশা আগামী বছরের আগেই তিনি ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবেন এবং সেটি নিয়েই আইপিএলে নাম লেখাবেন। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটা জানান আমির।
বাবরের পছন্দের সেরা একাদশে রোহিত-সূর্যকুমার, নেই কোহলি
১৭ মে ২৫
পাকিস্তানের এই পেসার বলেন, 'পরের বছর আমার সুযোগ তৈরি হচ্ছে, যদি হয় তবে কেন নয়!, অবশ্যই আমি আইপিএলে খেলতে চাই।'
'হারনা মানা হ্যায়' নামক সেই অনুষ্ঠানের সঞ্চালক তাবিশ হাশমি যখন আমিরকে জিজ্ঞাসা করেন, 'যদি তিনি আইপিএলে খেলেন, তবে পাকিস্তানে তাকে সমালোচনা করা হলে তার প্রতিক্রিয়া কী হবে?'
তখন আমির কোনো নাম না নিয়েই বলেন, 'পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু আমাদের প্রাক্তন ক্রিকেটাররা সেখানে ধারাভাষ্য দিয়েছেন এবং কোনও কোনও ফ্র্যাঞ্চাইজির কোচও ছিলেন।'

মূলত ওয়াসিম আকরাম এবং রমিজ রাজার দিকে ইঙ্গিত করছিলেন আমির। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং কোচ হিসেবে দেখা গেছে আকরামকে। অপরদিকে ধারাভাষ্যকার হিসেবে আইপিএলে ছিলেন রমিজ রাজা।
যুক্তরাজ্যের পাসপোর্ট নিয়ে আইপিএল খেলতে চান আমির
২৪ এপ্রিল ২৫
আমির আরও জানান, বিরাট কোহলির প্রতি তিনি অনেক শ্রদ্ধাশীল এবং ২০১৬ সালে কলকাতায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচের আগে ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার তাকে ব্যাট উপহার দিয়েছিলেন। সেই উপহারটি আমিরের কাছে খুবই মূল্যবান।
আমির আরও বলেন, 'বিরাট অসাধারণ। তিনি প্রতিভার কদর করেন। বিরাট আমাকে তার ব্যাট উপহার দিয়েছিল এবং আমি তার এই আচরণে অভিভূত। আমি সবসময়ই তার ব্যাটিংয়ের গুণগ্রাহী ছিলাম। সেও আমার বোলিংয়ের প্রশংসা করত সবসময়। আমি তার দেয়া ব্যাট দিয়ে কিছু ভালো ইনিংসও খেলেছি।'
এদিকে আইপিএলে যদি খেলার সুযোগ আসে তাহলে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলতে চান আমির। সেই অনুষ্ঠানের আরেক অতিথি আহমেদ শেহজাদ জানান আমির আরসিবির ভাগ্য পরিবর্তন করতে পারেন এবং তাদের প্রথম আইপিএল শিরোপা এনে দিতে পারেন।
শেহজাদ বলেন, 'আরসিবির এমন একজন বোলারের দরকার, যিনি আমিরের মতো। তাদের ব্যাটিং ইউনিট ভালো। কিন্তু সবসময় বোলিংয়ে দুর্বলতা থাকে তাদের। যদি আমির আরসিবিতে খেলে, তাহলে তারা চ্যাম্পিয়ন হবে।'