ব্যাটিং ধসে কলকাতার কাছে হারল হায়দরাবাদ

ছবি: হেইনরিখ ক্লাসেনের উইকেট নেয়ার পর ভৈভব আরোরা

আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে কলকাতা। সেই লক্ষ্যে খেলতে নেমে ৯ রানের মধ্যেই ৩ উইকেট হারায় হায়দরাবাদ। সেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। দলটির হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন হেইনরিখ ক্লাসে। আর ২৭ রান আসে কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে।
চেন্নাইকে হারিয়ে জিতে শেষ করল রাজস্থান
১০ ঘন্টা আগে
দলটির আর কোনো ব্যাটারই ২০ এর বেশি করতে পারেননি। হায়দরাবাদের ব্যাটিং আক্রমণে সবচেয়ে বড় ধস নামিয়েছেন ভৈভব আরোরা ও বরুণ চক্রবর্তী। এই দুজনে মিলেই নিয়েছেন ৬ উইকেট। দুটি উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল। বাকি একটি উইকেট যায় সুনীল নারিনের ঝুলিতে।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি কলকাতাও। তারা ১৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারায়। ১ রান করে কুইন্টন ডি কক ও ৭ রান করে নারিন ফিরে যান। এরপর অধিনায়ক আজিঙ্কা রাহানের সঙ্গে জুটি গড়েন অংক্রিস রাঘুবংসি। দুজনে মিলে যোগ করেন ৮১ রান।
আহমেদাবাদে আইপিএলের ফাইনাল, মুল্লানপুরে ‘প্লে-অফ’
১৪ ঘন্টা আগে
মূলত এই জুটিতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় কলকাতা। রাহানে ৩৮ ও রাঘুবংসি ৫০ রান করে আউট হন। এরপর ভেঙ্কাটেস আইয়ার ২৯ বলে খেলেন ৬০ রানের ঝড়ো ইনিংস। আর রিঙ্কু সিংয়ের ব্যাট থেকে আসে অপরাজিত ১৭ বলে ৩২ রানের ইনিংস। তাতেই ২০০ রানের পুঁজি পেয়ে যায় কলকাতা।
হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন মোহাম্মদ শামি, প্যাট কামিন্স, জিসান আনসারি, হার্শাল প্যাটেল ও মেন্ডিস।