promotional_ad

নিজের ৮ বলে ১২ রানের ইনিংসকেই দুষলেন ধোনি

৮ বলে ১২ রান করেন মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো
চেন্নাই সুপার কিংস জয় থেকে মাত্র তিন রান দূরে ছিল, হাতে ছিল তিন বল। শিভম দুবে ইয়াশ দায়ালের নো বলকে ছক্কায় ওড়ানোর পর একটি বল ফ্রি হিটও ছিল। কিন্তু পরের তিনটি বলে কোনো বড় শট খেলতে পারেননি দুবে ও রবীন্দ্র জাদেজা। তিনটি সিঙ্গেলের বেশি কিছুই আসে না। মাত্র দুই রানে হেরে যায় চেন্নাই। যদিও ম্যাচ শেষে হারের দায় নিলেন মহেন্দ্র সিং ধোনি।

promotional_ad

এর আগে বেঙ্গালুরু আগে ব্যাটিং করতে নেমে ২১৩ রানের বিশাল সংগ্রহ করে। হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলি এবং জ্যাকব বেথেল। এরপর রোমারিও শেফার্ড মাত্র ১৪ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। শেষ দুই ওভারেই বেঙ্গালুরু তোলে ৫৪ রান।


আরো পড়ুন

এখনো অবসরের সিদ্ধান্ত নেননি ধোনি

৮ মে ২৫
এখনো অবসরের সিদ্ধান্ত নেননি মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো

রান তাড়ায় চেন্নাইয়ের হয়ে দারুণ শুরু করেন আয়ুশ মাহাত্রে। তিনি খেলেন ৪৮ বলে ৯৪ রানের ইনিংস। চারে নামা জাদেজার সঙ্গে তার জুটি ছিল ৬৪ বলে ১১৪ রানের। কিন্তু লুঙ্গি এনগিডি ১৭তম ওভারে টানা দুই বলে ফেরান আয়ুশ ও ব্রেভিসকে। তখন ব্যাট করতে আসেন ধোনি।


ম্যাচ তখনও চেন্নাইয়ের হাতের বাইরে যায়নি। তখন ২১ বলে ৪২ রান দরকার ছিল। জাদেজা এক ছক্কা মারেন। ১৯তম ওভারে ধোনিও একটি ছক্কা মারেন। তবে অন্য বলগুলোয় ধোনি বড় শট খেলতে পারেননি। চাপে পড়ে যায় দল।


promotional_ad

শেষ ওভারে ১৫ রান দরকার ছিল। প্রথম দুই বলে আসে কেবল দুটি সিঙ্গেল। তৃতীয় বলে ধোনি এলবিডব্লিউ হয়ে যান। ওই ছক্কার পরও ধোনি ৮ বলে কেবল ১২ রান করতে পারেন। এরপর দায়ালের নো বল ছক্কা মারেন দুবে, কিন্তু শেষ তিন বলে আর কিছু করতে পারেননি দুবে ও জাদেজা।


আরো পড়ুন

চেন্নাইকে হারিয়ে জিতে শেষ করল রাজস্থান

১০ ঘন্টা আগে
বিসিসিআই

ম্যাচ শেষে ধোনি বলেন, 'আমি ক্রিজে নামার সময় যত বলে যত রান দরকার ছিল, আমার অন্তত আরও গোটা দুয়েক ডেলিভারি কাজে লাগানো উচিত ছিল। সেটা পারলে চাপ আলগা হয়ে যেত। এখানে দোষ তাই আমিই নেব।'


এদিকে চেন্নাইয়ের বোলাররা শেষ দুই ওভারে মার খাওয়ার পর এমন বড় লক্ষ্য তাড়া করতে হয়েছিল দলটিকে। ১৮ ওভারে বেঙ্গালুরুর রান ছিল ১৫৯। শেষ দুই ওভারে আসে ৫৪ রান। এর মধ্যে ১৯তম ওভারে খলিল দেন ৩৩ রান, আর ২০তম ওভারে পাথিরানার ওভার থেকে আসে ২১ রান। ধোনি বোলারদের ওপরও দায় দিলেন।


তিনি বলেন, 'আরও ইয়র্কার অনুশীলন করতে হবে আমাদের। ব্যাটসম্যানরা যখন ব্যাটে লাগাতে শুরু করে, বেশির ভাগ সময়ই ইয়র্কারের ওপর ভরসা রাখতে হয়। ইয়র্কার করার চেষ্টায় যদি নিখুঁত না হয়, পরের সেরা ডেলিভারি হলো লো ফুল টস। কারণ, এই বলে শট খেলা কঠিনতম কাজগুলির একটি।'


'আমার মনে হয়, এখানে আমাদের উন্নতি করতে হবে। এছাড়াও পাথিরানার মতো বোলার, যাদের গতি আছে, ইয়র্কার না হলে বাউন্সার করতে পারে। তাহলে ব্যাটসম্যানকে তা ভাবাতে বাধ্য করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball