আইপিএল স্থগিত হলেও নিয়মিত অনুশীলন করছে গুজরাট

পয়েন্ট তালিকার শীর্ষে আছে গুজরাট টাইটান্স, ফাইল ফটো
আইপিএল সাময়িকভাবে স্থগিত হলেও ছন্দপতন হয়নি গুজরাট টাইটান্সের। ঘরের মাঠ আহমেদাবাদে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি। টুর্নামেন্ট আবার কবে শুরু হবে— তা নিশ্চিত না হলেও প্রস্তুতিতে ফাঁক রাখছে না তারা।

promotional_ad

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার জেরে এক সপ্তাহের জন্য স্থগিত হয় আইপিএল। অধিকাংশ দল ছত্রভঙ্গ হয়ে পড়ে, বিদেশি ক্রিকেটাররা যার যার দেশে ফিরে যান। তবে গুজরাট ছিল ব্যতিক্রম—তাদের বড় একটি অংশ থেকে যায় আহমেদাবাদে।


আরো পড়ুন

‘টি-টোয়েন্টিতে আমাকে আরো উন্নতি করতে হবে’, ৭৫৯ রানের পর সুদর্শন

৩১ মে ২৫
আসরে ৭৫৯ রান করেছেন সাই সুদর্শন, ফাইল ফটো

দলের দুই বিদেশি— জস বাটলার এবং জেরাল্ড কোয়েটজি ফিরে গেছেন নিজ দেশে। তবে বাকিরা রয়ে গেছেন দলের সঙ্গে। নিয়মিতই চলছে স্কিল ট্রেনিং ও ফিটনেস সেশন। গুজরাটের এমন পেশাদার মনোভাব প্রশংসা কুড়াচ্ছে সমর্থকদের কাছেও।


এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পরপরই আইপিএল পুনরায় চালুর আলোচনা শুরু হয়। বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া জানিয়েছেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব টুর্নামেন্ট আবার শুরু করার চেষ্টা চলছে। সম্ভাব্য সময় হিসেবে ধরা হচ্ছে ১৫ বা ১৬ মে।


promotional_ad



আরো পড়ুন

হায়দরাবাদের নতুন বোলিং কোচ বরুণ

১৪ জুলাই ২৫
ফাইল ছবি

১১ ম্যাচে আট জয় নিয়ে গুজরাট টাইটান্স এখনো শীর্ষে। সমান পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে থেকে দুই নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাটের বাকি থাকা তিন ম্যাচের দুটিই অনুষ্ঠিত হবে ঘরের মাঠে, যা বাড়তি সুবিধা হয়ে উঠতে পারে।


ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল গুজরাটের তারকারা। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দুই ও তিন নম্বরে আছেন সাই সুদার্শন (৫০৯) এবং শুভমান গিল (৫০৮)। শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব (৫১০)। উইকেট তালিকায় প্রসিধ কৃষ্ণা আছেন যৌথভাবে শীর্ষে, তার সঙ্গে আছেন চেন্নাইয়ের নূর আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball