বিপিএল অনেক চ্যালেঞ্জিং, এবারও খেলতে চাই: অ্যালেক্স রস

অ্যালেক্স রস, ক্রিকফ্রেঞ্জি
ক্যারিয়ারে এখন পর্যন্ত দুবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন অ্যালেক্স রস। সুযোগ পেলে আসন্ন বিপিএলেও নাম লেখাতে চান অস্ট্রেলিয়ার এই ব্যাটার। বিপিএলের আগামী নিলামে কেউ দলে নিক, এমনটাই প্রত্যাশা তার।

promotional_ad

২০২৩-২৪ সালের বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়ে খেলেছিলেন রস। বিপিএল খেলতে এসে প্রথম আসরেই বাজিমাত করেন তিনি। ১১ ম্যাচে চারটি হাফ সেঞ্চুরিসহ প্রায় ১৩৫ স্ট্রাইক রেটে ৩৫২ রান করেন এই মারকুটে ব্যাটার।


আরো পড়ুন

মিরাজের কাছে প্রতি ম্যাচই নক আউট, রসের কাছে ফাইনাল

৩০ জানুয়ারি ২৫
অ্যালেক্স রস (বামে) ও মেহেদী হাসান মিরাজ (ডানে), ক্রিকফ্রেঞ্জি

এরপরের আসরের বিপিএলে অবশ্য সেভাবে সুবিধা করতে পারেননি রস। খুলনা টাইগার্সের হয়ে আট ম্যাচে মোটে ১০৮ রান করেন তিনি। স্ট্রাইক রেটও ছিল একশ'র নিচে। এমন ব্যর্থ আসরের পরও আগামী বিপিএলে খেলতে মুখিয়ে আছেন রস।


ক্রিকফ্রেঞ্জিকে রস বলেন, 'বিপিএলে এখন পর্যন্ত দুটি আসরে খেলেছি। একবার ঢাকা আর গত বছর খেলেছি খুলনার হয়ে। আমি এই টুর্নামেন্টটা খুব পছন্দ করি। খুবই আবেগপ্রবণ একটা লিগ। মানুষজন, দর্শকরা অসাধারণ। উইকেটগুলো আমাদের অস্ট্রেলিয়ার চেয়ে চ্যালেঞ্জিং, কিন্তু আমি নিজের চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং স্পিনারদের বিরুদ্ধে নিজেকে প্রতিদ্বন্দ্বিতার যোগ্য মনে করি।'


promotional_ad



আরো পড়ুন

বিপিএলের ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে আরও সতর্ক হওয়ার আহ্বান পাইলটের

২০ আগস্ট ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাসুদ পাইলট

'ওখানে খেলতে আমার ভালোই লাগে এবং এটা আমার সূচির সঙ্গেও ভালোভাবে মানিয়ে যায়। আশা করি বিপিএলে কেউ আমাকে দলে নেবে। আমি ফিরতে চাই। খুলনা ভালো ছিল, আগের বছর ঢাকাও ভালো ছিল। তাই যেখানেই সুযোগ পাই, সেটা দারুণ হবে।'


খুলনার হয়ে শেষবার বিপিএল খেলার সময় রসের সঙ্গে একই দলে খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। বাংলাদেশের তরুণ এই উইকেটরক্ষকের খেলা বেশ উপভোগ করেন রস। এ ছাড়া সাকিব আল হাসানকেও 'কিংবদন্তি' বলছেন এই অস্ট্রেলিয়ান।


রস বলেন, 'অঙ্কন আমাদের জন্য এই বছর খুলনায় অসাধারণ ছিল। সে এখনও ছোট, কিন্তু প্রথম বল থেকেই ছক্কা হাঁকাতে পারে। তাই আমি অপেক্ষায় আছি কয়েক দিনের মধ্যে তার বিপক্ষে খেলার জন্য, যখন আমরা বাংলাদেশের বিপক্ষে খেলব।'


'আমি অঙ্কনকে পছন্দ করি। আমি সাকিবের সঙ্গেও কিছুটা খেলেছি। ও আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। অবশ্যই সে অনেক দিন ধরেই একজন কিংবদন্তি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball