আইপিএল থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ফটো
ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসর নিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি নিজেই এ ঘোষণা দেন। আইপিএল ছাড়লেও ভারতের অন্যান্য লিগে খেলে যাবেন তিনি।

promotional_ad

দীর্ঘদিন ধরে আইপিএলে একাধিক দলের হয়ে খেলে এসেছেন অশ্বিন। এবার সেই পথচলার ইতি টানলেন তিনি। তবে ক্রিকেটকে ঘিরে তার পরিকল্পনা এখানেই শেষ নয়।


আরো পড়ুন

একইসাথে খেলোয়াড় ও কোচ হিসেবে বিদেশি লিগে যেতে চান অশ্বিন

৬ ঘন্টা আগে
রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ফটো

অশ্বিন লেখেন, 'বিশেষ দিন এবং তাই একটি বিশেষ শুরু। বলে যে, প্রতিটি সমাপ্তির পরে একটি নতুন শুরু হয়। আমার আইপিএল ক্রিকেটার হিসেবে সময় আজ শেষ হচ্ছে, কিন্তু বিভিন্ন লিগে খেলাধুলা ঘিরে আমার অনুসন্ধানের সময় আজ শুরু হচ্ছে।


promotional_ad

'সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই এত বছরের সুন্দর স্মৃতি এবং সম্পর্কগুলোর জন্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আইপিএল এবং বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই, এতদিন পর্যন্ত যা যা পেয়েছি তার জন্য। এখন যা সামনে আসবে, তা উপভোগ করার এবং এর সর্বোচ্চটা নেয়ার অপেক্ষায় আছি।'


আরো পড়ুন

চেন্নাইকে দোষী প্রমাণিত করতে চাইনি: অশ্বিন

১৮ আগস্ট ২৫
রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ফটো

২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল অভিষেক হয়েছিল অশ্বিনের। দীর্ঘ ক্যারিয়ারে তিনি মোট ২২১টি ম্যাচ খেলেছেন, যেখানে ৭.২০ ইকোনমিতে ১৮৭টি উইকেট নিয়েছেন এই ডানহাতি অফ-স্পিনার।


শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও ভূমিকা রেখেছেন অশ্বিন। আইপিএলে তাঁর মোট রান ৮৩৩, যেখানে একটি হাফ সেঞ্চুরিও রয়েছে। তিনি পাঁচটি দলের হয়ে খেলেছেন—চেন্নাই সুপার কিংস, রাইজিং পুনে সুপারজায়ান্টস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস।


২০১০ ও ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অশ্বিনের। ২০২৫ মৌসুমেও তিনি চেন্নাইয়ের হয়ে খেলেছেন, তবে পারফরম্যান্স আশানুরূপ হয়নি। ৯টি ম্যাচে মাত্র ৭টি উইকেট নিতে পেরেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball