হেডিংলি টেস্টেও নেই অ্যান্ডারসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আসন্ন এই টেস্টের জন্য লর্ডস টেস্টের অপরিবর্তিত দল রেখেছে স্বাগতিকরা। হেডিংলি টেস্টেও দলের বাইরে থাকতে হচ্ছে অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনকে।
এজবাস্টন টেস্টের প্রথম সকালেই ডান পায়ের মাংশ পেশির চোট নিয়ে মাঠ ছাড়েন ডানহাতি এই পেসার। মাত্র ওভার বোলিং করতে পেরেছেন তিনি। এই ইনজুরির কারণে লর্ডস টেস্টে রাখা হয়নি তাঁকে।

পুনর্বাসনে রয়েছেন অ্যান্ডারসন। এরই অংশ হিসেবে এই সপ্তাহে ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় একাদশের হয়ে তিন দিনের ম্যাচ খেলবেন তিনি। এরপরই তাঁকে নিয়ে ভাববে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
একটি বিবৃতির মাধ্যমে ইসিবি জানায়, 'ডান পায়ের মাংশ পেশির ইনজুরির থেকে সেরে উঠছে অ্যান্ডারসন। পুনর্বাসনের অংশ হিসেবে এই সপ্তাহে লিচেস্টারশায়ারের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় একাদশের হয়ে তিন দিনের ম্যাচ খেলবে সে।'
এদিকে অ্যান্ডারসনের পরিবর্তে দলে জায়গা পেয়ে নিজের সামর্থ্য দেখিয়েছেন পেসার জফরা আর্চার। লর্ডস টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। অস্ট্রেলিয়ার পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন টেস্টে অভিষেক হওয়া আর্চার।
ইংল্যান্ড স্কোয়াডঃ জেসন রয়, ররি বার্নস, জো রুট (অধিনায়ক), জো ডেনলি, বেন স্টোকস, জস বাটলার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ক্রিস ওকস, জফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, স্যাম কারান।