৩৪ বছর পর পাকিস্তানে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচ জেতার পর ওয়েস্ট ইন্ডিজ দল, পিসিবি
১৯৯০ সালে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের ৩৪ বছরে পাকিস্তানের মাটিতে টেস্টে জয়ের দেখা পায়নি ক্যারিবীয়রা। এবার মুলতান টেস্টে ১২০ রানের জয়ে সেই আক্ষেপ ঘুচিয়েছেন ক্রেইগ ব্রার্থওয়েটরা। এমন জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র দিয়ে শেষ করল সফরকারীরা।

promotional_ad

মুলতানে স্পিন বান্ধব উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েলের পরিকল্পনা ছিল পাকিস্তানের। সেই পরিকল্পনা পাকিস্তানেরই গলার কাঁটা হয়ে ধরা দিয়েছে এই টেস্টে। জোমেল ওয়ারিক্যান, গুড়াকেশ মোতি ও কেভিন সিনক্লেয়ারের স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা। 


আরো পড়ুন

স্টেডিয়ামে খাবার ও পানীয় নিয়ে ঢোকায় নিষেধাজ্ঞা আনল বিসিবি

৯ মিনিট আগে
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৩৩ রানে বেধে ফেলতে এই তিন স্পিনারই যথেষ্ট ছিলেন। এর মধ্যে প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া ওয়ারিক্যান দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের একাই ধসিয়ে দিয়েছেন। বাকি ৫ উইকেটের মধ্যে সিনক্লেয়ার ৩টি ও ২টি উইকেট নিয়েছেন মোতি।


৪ উইকেটে ৭৬ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান দিনের প্রথম ওভারেই উইকেট হারায়। তৃতীয় বলে সাউদ শাকিল আউট হয়ে ফেরেন। পরের ওভারে ওয়ারিক্যানের শিকান হন নাইট ওয়াচম্যান হিসেবে খেলতে নামা কাশিফ আলী।


promotional_ad

এরপর দলটির কিছুটা হাল ধরার চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা। ৩৯ রানে এই দুজনের জুটি ভেঙেছেন ওয়ারিক্যান। সালমান ১৫ রান করে ফিরে যান সাজঘরে। এরপর ম্যাচ শেষ হতে বেশি সময় লাগেনি। ওয়ারিক্যাল দারুণ এক আর্মার ডেলিভারিতে বোল্ড করে আউট করেন ২৫ রান করা রিজওয়ানকে।


আরো পড়ুন

ওয়েনের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

২১ জুলাই ২৫
মিচেল ওয়েন (বামে) ও ক্যামেরন গ্রিন (ডানে), ফাইল ফটো

সাজিদ খানকে বোল্ড করে এরপর ৫ উইকেট পূরণ করেন এই ক্যারিবিয়ান স্পিনার। আর তাতেই বড় হার সঙ্গী করে মাঠ ছাড়ে পাকিস্তান। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে ১৩৩ রান করে। এই ম্যাচে নোমান আলীর হ্যাটট্রিকসহ ৫ উইকেটে প্রথম ইনিংসে ১৬৩ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ।


জবাবে খেলতে নেমে পাকিস্তানের প্রথম ইনিংস থামে ১৫৪ রানে। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ২৪৪ রানের সংগ্রহ। সেই ইনিংসে ৯৫ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছিল ক্যারিবীয়রা। এরপর শেষ উইকেটে ৬৮ রানের অসাধারণ এক জুটি গড়েন দুই লোয়ার অর্ডার ব্যাটার মোতি ও ওয়ারিক্যান। এই জুটিতে ভর করেই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিল ক্যারিবীয়রা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball