ইংল্যান্ডের অধিনায়কত্ব চালিয়ে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাটলার

ছবি: আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে জস বাটলার, ফাইল ফটো

সীমিত ওভারের ক্রিকেটে বর্তমানে বাজে সময় কাটছে ইংল্যান্ডের। এই বছরে সাদা বলে ১০ ম্যাচের ৯টিই হেরেছে তারা। সবশেষ ১৬টি ওয়ানড খেলে তার মধ্যে ১২টিতে হেরেছে তারা। এর মধ্যে সবশেষ ছয়টিতেই হেরেছে তারা।
আইপিএলের প্লে-অফে বাটলারের বদলি কুশল মেন্ডিস
১৫ মে ২৫
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায় ইংল্যান্ড। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে তারা। এরপর আফগানিস্তানের বিপক্ষে আট রানে হারে তারা।
বাটলার অবশ্য ইংল্যান্ডের হয়ে নেতৃত্বের শুরুটা দারুণ করেছিলেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব নিয়েই ইংল্যান্ডকে শিরোপা জেতান তিনি। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ইংল্যান্ড। তারপর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালেও হারে তারা।

এদিকে ব্যাট হাতেও সময়টা খারাপ যাচ্ছে বাটলারের। ওয়ানডেতে সবশেষ ২০ ইনিংসে কেবল দুটি হাফ সেঞ্চুরি করেন তিনি। ২০২৩ সালের শুরুর দিকে শেষবার সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। এরপর আইপিএলে সেঞ্চুরি পেলেও জাতীয় দলে ব্যর্থ তিনি।
বিদেশি ক্রিকেটারদের সংকটে আইপিএলের জৌলুশ কমবে না: ধুমাল
১৭ মে ২৫
নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে বাটলার বলেন, 'এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা কঠিন এবং কোনো ধরনের আবেগতাড়িত সিদ্ধান্ত নিতে চাই না আমি। তবে এটা অবশ্যই বলতে হবে যে, সব ধরনের সম্ভাবনাই বিবেচনা করতে হবে।'
'আমি উপভোগ করেছি (নেতৃত্ব)। অনেককে বলতে শুনেছি, আমার সঙ্গে এটা যায় না। তবে আমি এটা উপভোগ করি, চ্যালেঞ্জটা গ্রহণ করি। অবশ্যই ম্যাচ হারতে ও এই ধরনের ফলাফল পেতে ভালো লাগে না। সবকিছু যখন ঠিকঠাক হচ্ছে না, তখন আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে 'আমি কি সমস্যার অংশ নাকি সমাধানের? আমার মনে হয়, এটাই আমাকে খুঁজে বের করতে হবে।'