ইয়ং-ক্যাম্ফারকে ছাড়াই ক্যারিবিয়ানদের মোকাবেলা করবে আয়ারল্যান্ড

ছবি: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না ক্রেইগ ইয়ংয়ের

ইয়ংয়ের বদলি হিসেবে স্কোয়াডে ডাকা হয়েছে জর্ডান নিলকে। অপরদিকে ক্যাম্ফারের জায়গায় সুযোগ পেয়েছেন স্টিফেন ডোহেনি। সিরিজ শুরুর আগে মূল স্কোয়াডে এ দুই পরিবর্তন নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
আয়ারল্যান্ডকে সিরিজে ফেরালেন স্টার্লিং ও ক্যাম্ফার
১৬ ফেব্রুয়ারি ২৫
আয়ারল্যান্ড দলের প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেন, 'সিরিজের আগে এমন ইনজুরি অবশ্যই হতাশাজনক। ইয়াং ও ক্যাম্ফার সহ আমাদের মূল পেস আক্রমণের বেশ কয়েকজন খেলোয়াড়ই এখন পুনর্বাসনে। তবে আমি এটিকে সম্ভাবনা হিসেবেই দেখছি। নতুনদের জন্য এটি দারুণ সুযোগ।'

সিরিজটি শুরু হবে ২১ মে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে অনুষ্ঠিত হবে ২৩ ও ২৫ মে। এই উপলক্ষে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজও।
আয়ারল্যান্ড স্কোয়াড- পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, কেড কারমাইকেল, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ম্যাথিউ হাম্প্রিস, জশ লিটল, টম মেইজ, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, লিয়াম ম্যাকার্থি, জর্ডান নিল, হ্যারি টেক্টর এবং লরকান টাকার।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি এবং জেইডেন সিলস।