ইংল্যান্ডে তিনটির বেশি টেস্ট খেলবেন না বুমরাহ

ছবি: ইংল্যান্ডে তিনটির বেশি টেস্ট খেলবেন না জসপ্রিত বুমরাহ, ফাইল ফটো

বিসিসিআই সূত্রে জানা গেছে বুমরাহ নিজেই নির্বাচক কমিটিকে জানিয়ে দিয়েছেন যে, তার শরীর এত দীর্ঘ সিরিজের সম্পূর্ণ ওয়ার্কলোড নিতে পারবে না। তার চোটের ইতিহাস বিবেচনায় রেখে বোর্ডও তাকে নিয়ে বাড়তি সতর্ক। ফলে এখন বুমরাহের বিকল্প খুঁজতে ব্যস্ত ভারতীয় নির্বাচকরা।
বুমরাহকে অধিনায়কত্ব দিতে না করছেন শাস্ত্রী
১৭ মে ২৫
ইংল্যান্ড সফরের চ্যালেঞ্জ আরও বেড়েছে রোহিত শর্মার অবসরের কারণে। ভারতের টেস্ট দলকে এখন নতুন অধিনায়ক দিয়ে মাঠে নামতে হবে। পাশাপাশি বিরাট কোহলির অনুপস্থিতিতেও একজন অভিজ্ঞ ব্যাটারের প্রয়োজন পড়ছে। এসব কিছুর মাঝে বুমরাহ পুরো সিরিজ খেলতে না পারায় জটিলতা আরও বেড়েছে।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির সবগুলো টেস্ট খেলেছিলেন বুমরাহ। সেখানে দীর্ঘ স্পেল করা এই পেসার শেষ টেস্টে পিঠে চোট পান এবং পরে মাঠের বাইরে ছিটকে যান। এই চোটই আবার ফিরে এসেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে বিসিসিআই চাইছে তাকে পর্যাপ্ত বিশ্রামে রাখতে।

ইংল্যান্ড সফরের ভারত দলে সুদর্শন-নায়ার-আর্শদিপ, নেই শামি
৩ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বুমরাহ না থাকায় ভারতের বোলিং আক্রমণ ছিল বেশ দুর্বল। সে ম্যাচে হেরেছিল সফরকারীরা। ইংল্যান্ডের বিপক্ষে এমন পরিস্থিতি এড়াতে চাইছে টিম ম্যানেজমেন্ট। তবে দেড় মাসের দীর্ঘ সিরিজে রোটেশন পদ্ধতিতেই বুমরাহকে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।
পিঠের চোট বুমরাহর জন্য নতুন কিছু নয়। ২০২৩ সালেও চোটের কারণে তার অস্ত্রোপচার করাতে হয়েছিল এবং প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। চলতি আইপিএলেও শুরুর দিকে কিছু ম্যাচ মিস করেন। এবার সেই পুরনো চোট ফিরে আসায় তাকে নিয়ে শঙ্কা আরো বেড়েছে।