আবারও ভারতের নাটকীয় ধ্বসের অপেক্ষায় ইংল্যান্ড

আবারও ভারতের নাটকীয় ধ্বসের অপেক্ষায় ইংল্যান্ড, ফাইল ফটো
এজবাস্টনে চলমান দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে আবারও ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়তে পারে বলে আশাবাদী ইংল্যান্ডের সহ-অধিনায়ক হ্যারি ব্রুক। তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে এক উইকেট হারিয়ে ২৪৪ রানের লিডে ভারত এখন শক্ত অবস্থানে রয়েছে। ইংল্যান্ডের জন্য ম্যাচে ফিরে আসা বেশ কঠিন হলেও ব্রুক মনে করছেন পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি।

promotional_ad

হেডিংলিতে প্রথম টেস্টেও ভারতের ব্যাটিং ধসে পড়েছিল দুই ইনিংসেই। শেষ ১৩ উইকেট তারা হারিয়েছিল মাত্র ৭১ রানে। সেই অভিজ্ঞতা থেকেই ব্রুক মনে করছেন, দ্রুত কয়েকটি উইকেট তুলতে পারলে ম্যাচে ঘুরে দাঁড়ানো অসম্ভব নয়।


আরো পড়ুন

রুটকে ছাড়িয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রুক, ক্যারিয়ার সেরা রেটিং গিলের

৯ জুলাই ২৫
শুভমান গিল ও হ্যারি ব্রুক

তিনি বলেন, 'হ্যাঁ, অবশ্যই ওরা এখন এগিয়ে, তবে আগেও বলেছি—সকালে যদি আমরা কয়েকটা দ্রুত উইকেট নিতে পারি, ৩–৪ উইকেট, তাহলে কিছুই বলা যায় না ম্যাচ কোন দিকে যাবে। গত সপ্তাহেও দেখেছেন, আমরা ৩০ রানে ৭টা উইকেট নিয়েছি, পরে ৪০ রানে ৬ উইকেট। আজ ওরাও আমাদের সঙ্গে সেটা করেছে। ক্রিকেটে সবকিছু খুব দ্রুত ঘটে, আপনি কখনোই নিশ্চিত হতে পারেন না।'


promotional_ad

সিরিজের প্রথম ম্যাচে ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল ইংল্যান্ড, যা তাদের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০২২ সালেই এই এজবাস্টনে ভারতের বিপক্ষেই ৩৭৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা।


আরো পড়ুন

দ্য হান্ড্রেডে ম্যানচেস্টারের হয়ে খেলবেন অ্যান্ডারসন

১৬ জুলাই ২৫
ফাইল ছবি

ব্রুক আরও জানান, যেকোনো লক্ষ্য তাড়া করার জন্য ইংল্যান্ড প্রস্তুত থাকবে। আগের ম্যাচের মতো এবারও তারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। গত ম্যাচে শেষ দিনেই ইংল্যান্ড করে ৩৬০ রান।


'হ্যাঁ এবং আমি মনে করি দুনিয়ার সবাই জানে আমরা যেকোনো লক্ষ্য তাড়া করার চেষ্টা করব। কাজটা অবশ্যই কঠিন হবে, তবে সকালে দ্রুত কয়েকটা উইকেট তুলে ওদের চাপে ফেলতে চাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball