জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না অ্যালেন

ছবি: ফিন অ্যালেন, ফাইল ফটো

সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলছিলেন অ্যালেন। আগামী বুধবার এলিমিনেটরে এমআই নিউইয়র্কের বিপক্ষে খেলবে ইউনিকর্নস, তবে অ্যালেন থাকছেন না। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, দেশে ফিরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়ার পরই চোটের ধরন ও পুনর্বাসনের সময় নির্ধারণ করা হবে।
তারুণ্য নির্ভর দল নিয়ে নতুন শুরুর প্রত্যাশা ডাসেনের
১৪ জুলাই ২৫
নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, 'ফিন অ্যালেন দেশে ফিরে বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন। এরপরই বোঝা যাবে সেরে উঠতে কত সময় লাগতে পারে। ট্রাই সিরিজের জন্য তার বদলি খেলোয়াড় শিগগিরই ঘোষণা করা হবে।'

অন্যদিকে ইউনিকর্নস জানিয়েছে তারা অ্যালেনের পরিবর্তে নতুন কোনো খেলোয়াড় নিবে না। জিম্বাবুয়ে সফরের অংশ হিসেবে নিউজিল্যান্ড দল আগামী বৃহস্পতিবার হারারেতে পৌঁছাবে। ১৬ জুলাই সিরিজের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে সাউথ আফ্রিকার।
এমএলসিতে ৯ ম্যাচে ৩৩৩ রান করে অ্যালেন ছিলেন দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রথম ম্যাচে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে খেলেছিলেন ১৫১ রানের ইনিংস যা এমএলসির ইতিহাসে একটি রেকর্ড। তবে ৬ জুলাই লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচে মাত্র চার রান করে আউট হন তিনি।
এদিকে প্লে-অফে দলটির হয়ে খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোমারিও শেফার্ডেরও। তিনি নিজ দেশে ফিরে গেছেন গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলার জন্য। পাঁচ ম্যাচে আট উইকেটের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রেখেছিলেন তিনি। তার জায়গায়ও কাউকে নিচ্ছে না ইউনিকর্নস।