ফিলিপসের চোটে ছুটি কমল ব্রেসওয়েলের

ফাইল ছবি
ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে খেলতে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মাইকেল ব্রেসওয়েল। তবে গ্লেন ফিলিপসের চোটে ছুটি কমছে নিউজিল্যান্ডের স্পিন বোলিং অলরাউন্ডারের। সাউদার্ন ব্রেভের হয়ে দ্য হান্ড্রেড খেলতে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলবেন ব্রেসওয়েল। ৩৪ বছর বয়সি অলরাউন্ডারকে স্কোয়াডে রাখার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

promotional_ad

কদিন আগে শেষ হওয়া মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটনের হয়ে ১০ ম্যাচ খেলেছেন ফিলিপস। যেখানে ১৩৯.৮৪ স্ট্রাইক রেট ও ৬২ গড়ে ১৮৬ রান করেছেন। যদিও এমআই নিউ ইয়র্কের কাছে হেরে যাওয়া শিরোপা জেতা হয়নি ওয়াশিংটনের। সেই সময় কুঁচকির চোটে পড়েন ফিলিপস। এমএলসি শেষে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়েকে নিয়ে চলমান ত্রিদেশীয় সিরিজ খেলতে হারারেতে গিয়েছিলেন তিনি।


আরো পড়ুন

চোটে জিম্বাবুয়ে সফর শেষ ফিলিপসের

১৮ জুলাই ২৫
ফাইল ছবি

জিম্বাবুয়েতে নামার পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়। পরবর্তীতে জানা যায়, কয়েক সপ্তাহের আগে চোট কাটিয়ে সেরে উঠতে পারবেন না। এমন অবস্থায় দেশে ফিরে গেছেন তারকা এই অলরাউন্ডার। এদিকে ত্রিদেশীয় সিরিজ খেলে ছুটিতে যাবেন ব্রেসওয়েল। ছুটি কাটিয়ে আগষ্টের প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া দ্য হান্ড্রেডে খেলতে নামবেন সাউদার্ন ব্রেভের হয়ে। তবে এখনই জিম্বাবুয়ে ছাড়া হচ্ছে না ব্রেসওয়েলের।


promotional_ad

ফিলিপসের চোটে ছুটি কমিয়ে প্রথম টেস্টে খেলতে হচ্ছে তাকে। দ্য হান্ড্রেডে ৬ আগষ্ট নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাউদার্ন ব্রেভ। পাঁচদিন খেলা হলে জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট শেষ হবে ৩ আগষ্ট। ফলে স্বল্প সময়ের মাঝেই ইংল্যান্ডের বিমান ধরতে হবে ব্রেসওয়েলকে। ৩৪ বছর বয়সি অলরাউন্ডারের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগাতে চায় নিউজিল্যান্ড।


আরো পড়ুন

জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরলেন রাজা-কারান

২২ জুলাই ২৫
টেস্ট দলে ফিরলেন সিকান্দার রাজা, ফাইল ফটো

এ প্রসঙ্গে রব ওয়াল্টার বলেন, ‘গ্লেনের (ফিলিপস) চোটে টেস্ট স্কোয়াডে একটি জায়গা ফাঁকা হয়েছে এবং মাইকেল (ব্রেসওয়েল) সবচেয়ে কাছাকাছি একইরকম বিকল্প। মাইকেলের অভিজ্ঞতা ও দক্ষতা দলের জন্য বড় সম্পদ এবং আমাদেরকে সুযোগ করে দিচ্ছে একই ভারসাম্য ধরে রাখতে। সে এখানে টি-টোয়েন্টি স্কোয়াডে আছে এবং প্রথম টেস্টে যেহেতু তাকে পাওয়া যাবে, সুযোগটি আমরা নিচ্ছি।’


প্রথম টেস্টের জন্য ব্রেসওয়েলকে নেয়া হলেও দ্বিতীয় টেস্টে কাকে নেয়া হবে সেটা এখনো নিশ্চিত করেনি নিউজিল্যান্ড। দলটির প্রধান কোচ জানান, প্রথম টেস্ট শেষ হওয়ার পরই সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে কিউরা। ওয়াল্টার বলেন, ‘প্রথম টেস্ট শেষ হওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব দ্বিতীয় টেস্টে তার বদলে কাকে নেওয়া হবে।’


৩০ জুলাই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে হবে সিরিজের প্রথম টেস্ট। একই মাঠে পরের টেস্ট ম্যাচটি শুরু হবে ৭ আগষ্ট থেকে। বর্তমানে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ খেলছে নিউজিল্যান্ড। যেখানে সাউথ আফ্রিকার মতো ফাইনালে উঠেছে কিউইরা। ফাইনাল শেষেই জিম্বাবুয়েতেই টেস্ট খেলবে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball