ক্ষমতার অপব্যবহার করছেন হেসন, দাবি বাসিতের

ছবি: পাকিস্তান ক্রিকেট বোর্ড

পাকিস্তানের হোয়াইটওয়াশ এড়ানোর সঙ্গে ওমন ইনিংসে হয়েছেন ম্যাচসেরাও। শাহিবজাদা এক ম্যাচ সুযোগ পেলেও পুরো সফরেই ব্রাত্য ছিলেন সুফিয়ান মুকিম। পাকিস্তানের হয়ে ১০ টি-টোয়েন্টিতে ১৮ উইকেট নেয়া বাঁহাতি রিস্ট স্পিনারকে খেলায়নি মিরপুরের ধীরগতির উইকেটেও। যদিও সেই জায়গায় বাঁহাতি স্পিনার একাদশে ছিলেন খুশদিল শাহ ও মোহাম্মদ নাওয়াজ।
‘বাংলাদেশ পাকিস্তানকে আয়না দেখিয়ে দিলো’
২৩ জুলাই ২৫
মূলত অলরাউন্ডার বিবেচনায় সুফিয়ানের আগে তাদের দুজনকে বিবেচনা করেছে টিম ম্যানেজমেন্ট। তবে বাঁহাতি স্পিনারকে না খেলানোয় চটেছেন বাসিত আলী। সেই সঙ্গে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার মাইক হেসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহারের অভিযোগ তুলেছেন। পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট, ৫০ ওয়ানডে খেলা ডানহাতি ব্যাটার মনে করেন, নিজের নেটে ক্রিকেটারদের ব্যাটিং-বোলিং দেখে নিজের পছন্দের ভিত্তিতে দল বানান হেসন।

নিজের ইউটিউব চ্যানেলে এ প্রসঙ্গে বাসিত বলেন, ‘আমার মনে হয় কোচ নেটের পারফরম্যান্স দেখে বেশি খুশি হয়। যারা নেটে বোলিং কিংবা ব্যাটিং করে তারাই বেশি গুরুত্ব পায়। গুরুত্ব যেকোনো দিনই বদলে যাবে। এই ধরনের মানসিকতা নিয়ে সফল হওয়া যায় না। কেন সফল হওয়া যাবে না সেটার কারণ হচ্ছে...যখন (ব্রেন্ডন) ম্যাককালাম অধিনায়ক ছিল, তখনই সে (মাইক হেসন) কোচ ছিল। ম্যাককালামের সঙ্গে আমার একবার কথা হয়েছিল। সেটা থেকে যা জেনেছি তাতে বুঝতে পেরেছি সে খুব বেশিদিন চলবে না।’
লিটন আমাকে ফোন দিয়ে বলেছে, ‘তুই আমার দলের মেইন প্লেয়ার’: সাইফউদ্দিন
১৬ ঘন্টা আগে
‘এখন তার (মাইক হেসন) হাতে ক্ষমতা আছে। সে ক্ষমতার অপব্যবহার করছে। সে তাঁর নিজের পছন্দ-অপছন্দের ভিত্তিতে দল বানাচ্ছে। কেউ যদি নিজের পছন্দ-অপছন্দের ভিত্তিতে দল বানায় তাহলে সেটাকে আমি পাকিস্তান দল বলব না। কারণ পাকিস্তান আমার হৃদয়ে থাকে। আমি পাকিস্তানি ছিলাম, আছি এবং থাকব।’
প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে আগেই সিরিজ খোয়ায় পাকিস্তান। তবে তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। শাহিবজাদা, নাওয়াজ ও হাসান নাওয়াজের ব্যাটিংয়ের পর ফাহিম আশরাফ, সালমান মির্জাদের বোলিংয়ে বাংলাদেশকে ১০৪ রানে গুটিয়ে দিয়ে ৭৪ রানে জিতেছে তারা। যদিও এই জয়ে খুব বেশি পার্থক্য দেখছেন না বাসিত। তিনি মনে করেন, প্রথম দুই ম্যাচেই পাকিস্তানের ক্রিকেট এক্সপোজ হয়ে গেছে।
বাসিত বলেন, ‘পাকিস্তান এই ম্যাচ জিতলেও আমার কাছে কিছু যায় আসে না। কারণ দুই ম্যাচে যেভাবে হেরেছে ওইখানেই পাকিস্তানের ক্রিকেট এক্সপোজ হয়ে হয়ে গেছে........। মনে হয়েছে এই হার বাংলাদেশের গায়েই লাগেনি। তাদের শরীরি ভাষা এমন ছিল যে ঠিক আছে তারা আমাদের ভাই, প্রতিবেশি তাদের একটা ম্যাচ জিততে দাও।’