মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেই স্টোকস, ইংল্যান্ডের নেতৃত্বে পোপ

শেষ টেস্টে খেলবেন না বেন স্টোকস, ফাইল ফটো
ওভালে ভারতের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টের আগে বড় রকমের ধাক্কা খেল ইংল্যান্ড। ডান কাঁধের চোটের কারণে ছিটকে গেছেন দলটির অধিনায়ক বেন স্টোকস। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এই ম্যাচে থাকছেন না এই অলরাউন্ডার। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ব্যাটার ওলি পোপ।

promotional_ad

স্টোকসের বদলি হিসেবে দলে ঢুকেছেন তরুণ জ্যাকব বেথেল। ব্যাটিং অর্ডারে ছয়ে খেলবেন তিনি। এই নিয়ে টেস্ট অভিষেক হচ্ছে বাঁহাতি এই ব্যাটারের। সুতরাং একদিকে স্টোকসের অভাব, অন্যদিকে অভিষিক্ত এক ক্রিকেটারকে নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামতে হচ্ছে ইংল্যান্ডকে।


আরো পড়ুন

টেস্টে ‘ইনজুরি বদলি’ চাওয়া গম্ভীরের, ‘হাস্যকর’ বলছেন স্টোকস

২৮ জুলাই ২৫
বেন স্টোকস (বামে) ও গৌতম গম্ভীর (ডানে), ফাইল ফটো

ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকান স্টোকস। ব্যাট হাতে ১৪১ রানের ইনিংস খেলার আগে বল হাতে ৭২ রান খরচায় পাঁচ উইকেট নেন তিনি। ফলে ইংল্যান্ডের প্রথম অধিনায়ক হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেটের বিরল রেকর্ড গড়েন তিনি।


promotional_ad

এদিকে শুধু স্টোকস নয়, ওভাল টেস্টে মাঠে নামা হচ্ছে না দুই পেসার জফরা আর্চার ও ব্রাইডন কার্সেরও। আগের চারটি টেস্টেই খেলা কার্স এবার বিশ্রামে। স্পিনার লিয়াম ডসনকেও রাখা হয়নি স্কোয়াডে। সব মিলিয়ে বোলিং ইউনিটে এক ঝাঁক বদল!


আরো পড়ুন

কাছে গিয়ে উইকেট দেখার অধিকার গম্ভীরের আছে: গিল

১০ মিনিট আগে
পঞ্চম টেস্টের উইকেট দেখছেন গৌতম গম্ভীরসহ ভারতের ক্রিকেটাররা, ফাইল ফটো

এই তিন জনের জায়গায় দলে এসেছেন গাস অ্যাটকিনসন, জশ টাং ও অলরাউন্ডার জেমি ওভারটন। এই তিন পেসার এবার বল হাতে লড়বেন ভারতের বিপক্ষে। অন্যদিকে আগের ম্যাচে ভালো পারফর্ম করা ক্রিস ওকস জায়গা ধরে রেখেছেন একাদশে।


ইংল্যান্ডের পঞ্চম টেস্টের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন, জশ টাং।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball