টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও খেলতে পারেননি ফাখার। ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা জানিয়েছিলেন, ফাখার হ্যামস্ট্রিংয়ে টান পেয়েছেন।
চোটটি তিনি পান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময়। ক্যারিবিয়ান ইনিংসের ১৯তম ওভারে বলের পেছনে ছুটতে গিয়ে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ফাখারের ইনজুরি গুরুতর নয়, এটি ‘মাইল্ড হ্যামস্ট্রিং স্ট্রেইন’। তবুও বাকি সফর থেকে ছিটকে গেছেন তিনি। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে। তার পরিবর্তে কারও নাম এখনও ঘোষণা করেনি পিসিবি।
এটাই প্রথম নয়, আগেও এমন চোটে পড়েছিলেন ফাখার জামান। ২০২২ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেও একইভাবে হ্যামস্ট্রিং চোটে মাঠ ছেড়েছিলেন। পরে সেই ইনজুরিই তাকে ছিটকে দেয় পুরো টুর্নামেন্ট থেকে।