এনগিডির ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সাউথ আফ্রিকার সিরিজ জয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি
ট্রাভিস হেড, মার্নাশ ল্যাবুশেনের সঙ্গে দ্রুতই ফিরলেন মিচেল মার্শও। শুরুর ধাক্কা সামলে অস্ট্রেলিয়াকে পথ দেখালেন ক্যামেরন গ্রিন ও জশ ইংলিস। তাদের দুজনের ব্যাটে ঘুরে দাঁড়ালেও হাফ সেঞ্চুরির আগে গ্রিনকে ফিরিয়ে জুটি ভাঙেন সেনুরান মুথুসামি। পরবর্তীতে একপ্রান্ত আগলে রেখে একাই লড়লেন ইংলিস, খেললেন ৭৪ বলে ৮৭ রানের ইনিংস। তবে লুঙ্গি এনগিডির শেষের ছোবলে মাত্র ১৮ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানে থামে অস্ট্রেলিয়া। ৮৪ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে সাউথ আফ্রিকা।

promotional_ad

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সবশেষ ১০ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের ৮টিতে জয় পেয়েছে প্রোটিয়রা। যেখানে সবশেষ পাঁচ সিরিজের সবকটিই জিতেছেন এইডেন মার্করামরা। সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা সবশেষ ২১ ওয়ানডেতে অস্ট্রেলিয়া হেরেছে ১৭টিতে। ৫০ ওভারের ক্রিকেটে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অজিদের। নিজেদের খেলা ৮ ওয়ানডের মাত্র একটিতে জয় পেয়েছে তারা। সেটাও সবশেষ চ্যাম্পিন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫২ রান তাড়া করে।


আরো পড়ুন

এসএ২০ লিগের নিলামে ভারতের ১৩ ক্রিকেটার, পাকিস্তানের ৪০

১ ঘন্টা আগে
ফাইল ছবি

কেয়ার্নসে জয়ের জন্য ২৭৮ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। নান্দ্রে বার্গারের ফুলার লেংথ ডেলিভারিতে মার্করামের হাতে ক্যাচ দিয়েছেন হেড। পরের ওভারে আউট হয়েছেন ল্যাবুশেনও। এনগিডির অফ স্টাম্পের বাইরের বলে এজ হয়ে উইকেটকিপার রায়ান রিকেলটনকে ক্যাচ দিয়েছেন তিনি। একটু পর আউট তে পারতেন মার্শও। এনগিডির বলে স্লিপে ক্যাচ দিলেও সেটা লুফে নিতে পারেননি তিনি। দ্বিতীয় দফায় ডানহাতি ব্যাটারের ক্যাচ ছাড়েন স্টাবস।


promotional_ad

যদিও জীবন পেয়ে ইনিংস বড় করতে পারেননি মার্শ। উইয়ান মুল্ডারের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে মিড অনে কর্বিন বশকে ক্যাচ দিয়েছেন। ২৫ বলে ১৮ রান করে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। ৩৮ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন গ্রিন ও ইংলিস। তাদের জমে ওঠা জুটি ভাঙেন মুথুসামি। বাঁহাতি স্পিনারের বলে লিডিং এজ হয়ে বোলারের হাতেই ক্যাচ দিয়েছেন ৫৪ বলে ৩৫ রান করা গ্রিন।


আরো পড়ুন

অস্ট্রেলিয়ার এমসিজিতে হারিস রউফের নামে স্ট্যান্ড

২৩ ঘন্টা আগে
মেলবোর্ন স্টার্সের জার্সিতে হারিস রউফ

একটু পর মুথুসামির বলে লং অফে ঠেলে দিয়ে ৪৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ইংলিস। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি অ্যালেক্স ক্যারি। বার্গারের বলে ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়েছেন ১৩ রানে। পরবর্তীতে জুটি গড়ার চেষ্টা করলেও ১০ রানে ফিরেছেন অ্যারন হার্ডি। একপ্রান্ত আগলে রাখা ইংলিসকে ৮৭ রানে ফেরান এনগিডি। শেষের ৫ উইকেটে মাত্র ১৮ রান তুলে ১৯৩ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকার হয়ে ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন পেসার এনগিডি।


এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ২৭৭ রানে অল আউট হয় সাউথ আফ্রিকা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৮৮ রানের ইনিংস খেলেছেন ম্যাথু ব্রিটজকে। প্রথম ক্রিকেটার হিসেবে নিজের প্রথম চার ওয়ানডেতেই পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন তিনি। এ ছাড়া স্টাবস ৭৪, টেম্বা বাভুমার বদলি হিসেবে সুযোগ পাওয়া টনি ডি জর্জি ৩৮, মুল্ডার ২৬ ও কেশভ মহারাজ ২২ রান করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে জাম্পা তিনটি, জাভিয়ের ব্রাটলেট, নাথান এলিস ও ল্যাবুশেন দুইটি করে উইকেট নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball