দ্রাবিড়ের খেলা সেরা দুই কঠিন বোলার ম্যাকগ্রা ও মুরালিধরন

ছবি: ফাইল ছবি

১৯৯৬ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দ্রাবিড়ের। একই বছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে হয়েছে টেস্ট অভিষেক। ক্রিকেট ছাড়ার আগে টেস্টে ১৩ হাজার ২৮৮ এবং ওয়ানডেতে ১০ হাজার ৮৮৯ রান করেছেন তিনি। ওই সময়ে বিশ্ব ক্রিকেটে দাপট দেখানো পেসার ও স্পিনারদের খেলেই এত রান করেছেন ভারতের সাবেক এই পেসার। ক্যারিয়ারে বাঘা বাঘা সব বোলারদের খেললেও দ্রাবিড়ের কাছে কঠিন পেসার ম্যাকগ্রা।
দ্রাবিড়কে ছাড়িয়ে ক্রিম্পস অ্যান্ড পপ কেনার পেন্স ও স্লিপ ফিল্ডিং শুরুর গল্প শোনালেন রুট
১২ জুলাই ২৫
অস্ট্রেলিয়ার জার্সিতে ১২৪ টেস্টে ৫৬৩ উইকেট, ২৫০ ওয়ানডেতে ৩৮১ ও মাত্র দুই টি-টোয়েন্টি খেলে নিয়েছেন পাঁচ উইকেট। টেস্টে দ্রাবিড়ের বিপক্ষে ১৭০ বল করে মাত্র ২৬ রান দিয়েছিলেন তিনি। যেখানে ভারতের সাবেক ব্যাটারকে আউট করেছেন তিনবার। ৫০ ওভারের ক্রিকেটে ৪৪ বলে দিয়েছেন ২২ রান। যদিও ওয়ানডেতে তাকে কখনো আউট করতে পারেননি অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার। টি-টোয়েন্টিতে অবশ্য ২ বলে এক রান দিয়ে আউট করেছেন একবার।

ওয়াসিম আকরামের ক্যারিয়ারের শেষের দিকে খেলার সুযোগ হলেও নিজের খেলা কঠিন পেসার হিসেবে ম্যাকগ্রাকে এগিয়ে রাখছেন দ্রাবিড়। ভারতের সাবেক স্পিনার অশ্বিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘পেস বোলারদের মধ্যে নিঃসন্দেহে গ্লেন ম্যাকগ্রা। আমি ওয়াসিম আকরাম আর ওয়াকার ইউনিসকে খেলেছি তাঁদের ক্যারিয়ারের শেষ দিকে। ওয়াসিমকে যাঁরা ক্যারিয়ারের শুরুর দিকে খেলেছেন, তাঁরা বলেছেন ওয়াসিম অন্য মানের বোলার ছিল। আমি সেটা আন্দাজ করতে পারি। শেষ সময়েও ওয়াসিম দারুণ ছিলেন। কিন্তু ম্যাকগ্রাকে আমি খেলেছি তাঁর সেরা সময়টায়। অফ স্টাম্পকে ও যতটা চ্যালেঞ্জ করেছে, আর কেউ করেনি।’
দুলীপ ট্রফির আগে অসুস্থ গিল
৭ ঘন্টা আগে
স্পিনারদের মধ্যে পাকিস্তানের সাকলাইন মুশতাক, সাঈদ আজমল, মুশতাক আহমেদ, শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ, মুরালিধরন, নিউজিল্যান্ডের ডেনিয়েল ভেটরিকে খেলেছেন দ্রাবিড়। যদিও ভারতের সাবেক ব্যাটার এগিয়ে রাখছেন মুরালিধরনকে। লঙ্কান স্পিনারের বিপক্ষে টেস্টে ৪২৯ বল খেলে ২২২ রান করেছিলেন তিনি। আউট হয়েছেন মাত্র দুইবার। ওয়ানডেতে ১৬৪ বলে করেছিলেন ৮৮ রান। ৫০ ওভারের ক্রিকেটও দুইবার আউট হয়েছেন তিনি।
টি-টোয়েন্টিতে ৪৫ বলে ৩৫ রান করার বিপরীতে দু’বার আউটও হয়েছেন দ্রাবিড়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্পিনারদের মধ্যে মুরালিই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। ওর অনেক দক্ষতা ছিল, দুই দিক থেকেই বল বের করতে পারত। কখনো ক্লান্তও হতো না, লম্বা সময় ধরে বোলিং করত। অসাধারণ ছিল।’