মরগানের ফিফটিতে ফাইনালে সাকিবরা

promotional_ad

টি-টেন লীগের প্রথম সেমিফাইনালে রবিবার সন্ধ্যায় মাঠে নেমেছিলো ইয়ন মরগান-সাকিব আল হাসানের কেরেলা কিংস এবং ইমাদ ওয়াসিমের মারাঠা অ্যারাবিয়ান্স।


তবে প্রথম সেমিফাইনালে ইয়ন মরগানের ফিফটিতে মারাঠাদের ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পেয়ে গেছে সাকিব আল হাসানের কেরেলা। এদিন টসে জিতে মারাঠাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন কিংস দলপতি ইয়ন মরগান।


মরগানের আমন্ত্রণে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৯৭ রান তুলতে সক্ষম হয় ইমাদ ওয়াসিমের দল। মারাঠাদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। 


promotional_ad

দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন অধিনায়ক ইমাদ ওয়াসিম। এছাড়াও মোহাম্মদ সামির ব্যাট থেকে আসে ১৩ রান। কেরালা কিংসের পক্ষে ২ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন পেসার সোহেল তানভীর। এছাড়াও লিয়াম প্লাঙ্কেট এবং রায়াদ এম্রিট প্রত্যেকে ২টি করে উইকেট নেন। 


৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে চ্যাডউইক ওয়াল্টনকে হারালেও ইয়ন মরগান এবং পল স্টার্লিংয়ের ব্যাটে দ্রুত রান তুলতে থাকে কেরালা। একপ্রান্ত থেকে মারাঠার বোলারদের উপর তান্ডব চালান অধিনায়ক মরগান। 


তুলে নেন ফিফটি। পল স্টার্লিং ১৭ রান করে ফিরে যাওয়ার পর জয় থেকে পাঁচ রান দূরে থাকা অবস্থায় মরগান বিদায় নেন ৩২ বলে ৫৩ রান করে। একই ওভারে পোলার্ডও ফিরে যান ০ রান করে। পোলার্ডের বিদায়ে ক্রিজে নামেন সাকিব আল হাসান। কিন্তু কোন রান না করেই ০ বল খেলে রান আউটের শিকার হয়ে নিদায় নেন এই বাঁহাতি। 


সাকিব ০ রানে সাজঘরে ফিরলেও পাঁচ বল হাতে রেখে পাঁচ উইকেটের জয় তুলে নেয় কিংসরা। এই জয়ে টি-টেন লীগের প্রথম আসরে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট পেলো সাকিব-মরগানরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball