হাথুরুসিংহের থেকেও ভালো গাইড সুজন!

আন্তর্জাতিক
হাথুরুসিংহের থেকেও ভালো গাইড সুজন!
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বর্তমানে পুরোদমে নিজেদের ঝালাই করে নেয়ার কাজটি করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। লক্ষ্য একটাই- আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের সেরাটা ঢেলে দেয়া। আর সেই কারণেই অনুশীলনে কোনও প্রকার ঘাটতি রাখতে চাইছে না হেড কোচ বিহীন টাইগাররা।

তবে কোচ না থাকলেও খুব একটা সমস্যা হচ্ছে না ক্রিকেটারদের। কেননা টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব প্রাপ্ত খালেদ মাহমুদ সুজনই এখন অনেকটা কোচের ভূমিকাতেই অবতীর্ণ হয়েছেন।

দলের যেসব জায়গায় উন্নতি প্রয়োজন সেগুলো নিয়েও কাজ করছেন তিনি। আর তাই সুজনের তত্ত্বাবধানে অনুশীলন করতে পেরে বেশ সন্তুষ্ট দলের ক্রিকেটাররা। সেই তালিকায় আছেন ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েসও।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইমরুল জানিয়েছেন নিজেদের প্রস্তুতির বিষয়ে। প্রস্তুতি কিরূপ চলছে এই প্রশ্নের জবাবে টাইগার ওপেনার বলছিলেন, 

'নতুন কিছু না আসলে। এখানে আমরা অনেকদিন ধরেই অনুশীলন করছি। সুজন ভাই আছে, উনি আমাদের অনেক হেল্প করছে। উনাকে আমরা ভালোভাবে চিনি, উনিও আমাদের চেনে। সব  মিলিয়ে আমাদের যেসব জায়গায় উন্নতি দরকার সেগুলো নিয়ে কাজ করছি।'

চন্ডিকা হাথুরুসিংহের থেকে খালেদ মাহমুদ সুজন যথেষ্ট ভালো ব্যবহার করেন সবার সাথে বলেও জানিয়েছেন ইমরুল কায়েস। সকল ক্রিকেটারকেই সমানভাবে গুরুত্ব দেন সুজন যেটি হাথুরু করতেন না খুব একটা। ইমরুল তাই বললেন,  'সুজন ভাই তো দীর্ঘদিন দলের সঙ্গে আছে। উনি সবাইকে সমানভাবে ট্রিট করে।'

তবে এসব কিছু নিয়ে না খুব একটা ভাবতে চাইছেন না ওপেনার ইমরুল। বরং নিজের কাজটি করে যাওয়ার ক্ষেত্রেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। তাঁর ভাষ্যমতে,  'আগের কোচ কি করছে না করছে সেটা তার ব্যাপার। আর একটা মানুষের কাছে সবাই ভালো হইতে পারে না। ওই জিনিসগুলা নিয়ে চিন্তা না করে আমাদের নিজের নিজের কাজ নিয়ে চিন্তা করাই ভাল।’

হাথুরু এবং সুজনের মধ্যে আকাশ পাতাল ফারাক বলে অভিমত ব্যক্ত করেছিলেন দলের কয়েকজন ক্রিকেটার। এবার ইমরুলের কণ্ঠেও আভাস পাওয়া গেলো তেমনটাই। সুজনকে একজন যথেষ্ট ভালো গাইড হিসেবে আখ্যা দিয়ে তিনি বললেন,     

‘আপনি যদি দেখেন আবহাওয়া এখন ঠান্ডা (হাসি) ... পরিবেশ আসলে...সুজন ভাই এখন আমাদের সাথে থাকাতে তাকে অনেক কাছের মনে করি। আমি ছোট থেকে যখন খেলছি একাডেমিতে উনাকে কাছে থেকে দেখেছি। এদিক থেকে যদি বলেন একজন গাইড হিসেবে পেয়েছি তাকে। আমরা চেষ্টা করবো এই জিনিসটা (সুবিধা) কাজে লাগানোর।’

আরো পড়ুন: this topic