বিদেশে উইন্ডিজদের থেকে সফল বাংলাদেশ

আন্তর্জাতিক
বিদেশে উইন্ডিজদের থেকে সফল বাংলাদেশ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

সাদা পোষাকে সাম্প্রতিক সময়ে নিজেদেরকে মেলে ধরতে শুরু করেছে বাংলাদেশ দল। ১৭ বছর ধরে টেস্ট ক্রিকেট খেললেও বিগত ৩-৪ বছরে এই ফরম্যাটে নিজেদেরকে বেশী মেলে ধরেছে সাকিব-মুশফিকরা।

বর্তমান সময়ে টেস্টে ইংলিশদের হারানোর পাশাপাশি অজিদেরকেও হারিয়েছে টাইগাররা। ঘরের মাঠে বড় বড় দুই দলকে হারানোর পাশাপাশি শ্রীলংকার মাটিতে তাদেরকে হারিয়ে ক্রিকেট বিশ্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় টাইগাররা।

ঘরের মাঠে সাফল্যের পাশাপাশি বিদেশেও এখন সফল টাইগাররা। এই সফলতার কারণেই বিগত ১০ বছরে বিদেশের মাটিতে সাফল্য পাওয়া দলগুলোর তালিকায় ক্যারিবিয়ানদের থেকে এগিয়েও আছে বাংলাদেশ দল।

২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিদেশে ৪টি টেস্ট জেতার পাশাপাশি একটিতে ড্র করেছে টাইগাররা। সেই সুবাদে ১৭.৩৯ শতাংশ সাফল্যের হার নিয়ে অষ্টম স্থানে আছে সাকিব আল হাসানের দল।

এই তালিকায় বাংলাদেশের পর অবস্থান ক্যারিবিয়ানদের। ১১.৯০ শতাংশ ম্যাচ জিতেছে তারা। উইন্ডিজদের পর ০ শতাংশ জয় নিয়ে জিম্বাবুয়ের অবস্থান দশম। সবার উপরে অবস্থান প্রোটিয়াদের।

বিগত ১০ বছরে বিদেশের মাটিতে ৪৪.৪৪ শতাংশ ম্যাচে জয় লাভ করেছে তারা। দক্ষিণ আফ্রিকার পর অবস্থান করছে অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ভিরাট কোহলির টিম ইন্ডিয়া।

  

আরো পড়ুন: this topic