ত্রিদেশীয় সিরিজে টাইগারদের সম্ভাব্য দল

আন্তর্জাতিক
ত্রিদেশীয় সিরিজে টাইগারদের সম্ভাব্য দল
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া
ক্রিকেট পাড়ায় এখন আলোচনার শীর্ষে বাংলাদেশের আসন্ন ত্রিদেশীয় সিরিজের দল। সব জায়গাতেই একই আলোচনা কেমন হতে পারে টাইগারদের দল। এমন উত্তেজনা মাথায় রেখেই, ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফো সম্প্রতি প্রকাশ করেছে বাংলাদেশের সম্ভাব্য দল।

তাদের মতে, দলে চমক হিসেবে বাদ দেয়া হতে পারে টাইগারদের নিয়মিত ওপেনার সৌম্য সরকারকে। কারণ বেশ কিছু দিন ধরেই ব্যাট হাতে ধারাবাহিক হতে পারছেন না তিনি। বিপিএলের সবশেষ আসরে, চিটাগং ভাইকিংসের হয়েও ব্যর্থতার চাদরে মোড়া ছিলেন তিনি।

তার জায়গায়, ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার এনামুল হক বিজয় দলে ডাক পেতে পারেন। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান জাতীয় লিগের শেষ রাউন্ডে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন। যার ফলে নির্বাচকদের নজর কাড়তে পারবেন বলে বিশ্বাস ক্রিকইনফোর।

দলে ঢুকতে পারেন জাতীয় লিগের আরেক পারফর্মার নাসির হোসেন। এই অলরাউন্ডারও উজ্জ্বল ছিলেন এনসিএলের এবারের আসরে। ত্রিদেশীয় সিরিজের দলে তারও অন্তর্ভুক্তির জোড় সম্ভাবনা দেখছে ক্রিকইনফো।

তাছাড়া, দলে বড় চমক হিসেবে যুক্ত হতে পারেন বিপিএলের সবশেষ আসরে চমক দেখানো স্পিনার নাজমুল ইসলাম অপু। বাকিরা জাতীয় দলের নিয়মিত তারকা। দলে থাকার সম্ভাবনা আছে সম্প্রতি দর্শক পিটিয়ে ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাসের নিষেধাজ্ঞা ও ২০ লক্ষ টাকা জরিমানার খড়গে পড়া সাব্বির রহমানও।

বাংলাদেশের সম্ভাব্য ওয়ানডে দল:

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, এনামুল হক, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, নাজমুল ইসলাম।

আরো পড়ুন: this topic