এক স্কোয়াডে তিন উইকেট রক্ষক!

আন্তর্জাতিক
এক স্কোয়াডে তিন উইকেট রক্ষক!
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

সপ্তাহ খানেক পরই শ্রীলংকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। আসন্ন সিরিজটিকে সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য ইতিমধ্যে ১৬ জনের দলও ঘোষণা করেছে নির্বাচকরা।

আর এই ১৬ জনের দলে প্রায় দুই বছর পরে জায়গা করে নিয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান আনামুল হোক বিজয়। ঘরোয়া ক্রিকেটে দুই বছর ধরে দুর্দান্ত পারফর্ম করার ফলেই তাকে দলে নিয়েছেন নির্বাচকরা।

বিজয়ের পাশাপাশি আরেক উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনকেও দলে রেখেছেন নির্বাচকরা। মূলত তিনজন উইকেট রক্ষক নিয়ে ১৬ জনের দল ঘোষণা করেছেন নির্বাচকরা।

দলে তিনজন কিপার থাকায় প্রশ্ন উঠেই আসতে পারে যে তাহলে কি মুশফিক কিপিং করছেন না? গত মাসে টেস্ট অধিনায়কত্ব হারানোর পর এবার মুশফিককে কিপিং থেকেও  কি সরিয়ে দেয়া হচ্ছে?

এসব প্রশ্নের উত্তর জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু। তিনি জানিয়েছেন, ত্রিদেশীয় সিরিজে মুশফিকই কিপিং করবেন। রবিবার দল ঘোষণার পর সাংবাদিকদের সাথে কথা বলেছেন নান্নু। সেখানে তিনি বলেন,

'মুশফিকতো কিপিং করবেই। যদি দরকার হয় বিজয় আছে ,মিঠুন আছে করবেই। তবে ব্যাটিংটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে রান করাটা খুব গুরুত্বপূর্ণ'

আরো পড়ুন: this topic