শীঘ্রই ঢাকা আসছে জিম্বাবুয়ে দল

আন্তর্জাতিক
শীঘ্রই ঢাকা আসছে জিম্বাবুয়ে দল
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলার জন্য আগামী বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) রাতে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ওইদিন রাত ১১ টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলটির অবতরণের কথা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকায় পৌঁছানোর পরের দিনই (১২ জানুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন শুরু করবে দলটি। আর এর পরেরদিন বিকেএসপির ৪ নম্বর মাঠে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

গ্রায়েম ক্রেমার ও তার দলের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে এই ম্যাচে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। উল্লেখ্য, সিরিজটিকে সামনে রেখে আগেই (৮ জানুয়ারি) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলো জিম্বাবুয়ান ক্রিকেট বোর্ড। 

এই দলে নতুন দুই মুখ হচ্ছে বিশ বছর বয়সী লেগস্পিনিং অলরাউন্ডার ব্র্যান্ডন মাভুতা ও উনিশ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান রায়ান মারে। দলে আছেন ব্রেন্ডন টেইলর এবং কাইল জারভিসের মতো অভিজ্ঞরাও।

জিম্বাবুয়ে দলঃ- হ্যামিল্টন মাসাকাদজা, সোলোমন মির, ক্রেইগ এভরিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), টেন্ডাই চিসোরো, ব্লেজিং মুজারাবানি, ক্রিস্টোফার পোফু, টেন্ডাই চাতারা, কাইল জারভিস, ব্র্যান্ডন মাভুতা ও রায়ান মারে।


ছবি কৃতজ্ঞতাঃ-গেটি ইমেজ

আরো পড়ুন: this topic