যেকোনো মূল্যে আর্চারকে দলে চান ফ্লিনটফ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ড স্কোয়াড থেকে যে কাউকে বাদ দিয়ে হলেও বোলিং অলরাউন্ডার জফরা আর্চারকে দলে চান সাবেক ইংলিশ তারকা অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ।
আসন্ন বিশ্বকাপের দলে জায়গা হয়নি আর্চারের কিন্তু পাকিস্তান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজে দলে ডাক পেয়েছেন তিনি। আইরিশদের ???িপক্ষে গত সপ্তাহে ওয়ানডে অভিষেক হয়েছে তাঁর।
পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে এই ফরম্যাটেও ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে এই ক্রিকেটারের। দুই ফরম্যাটেই বল হাতে ছিলেন দুর্দান্ত। ওয়ানডেতে ৫ ইকোনমিতে বোলিং করে নিয়েছেন একটি উইকেট। টি-টুয়েন্টিতে দুই উইকেট তুলে নিয়েছিলেন ২৯ রান খরচায়।

আর্চারের লাইন লেন্থ এবং গতির বৈচিত্র্য মুগ্ধ করেছে ইংল্যান্ডের হয়ে ১৪১ ওয়ানডে খেলা ফ্লিনটফকে। ঘরের মাঠে বিশ্বকাপে আর্চারকে ইংল্যান্ড দলে চাইছেন এই সাবেক অলরাউন্ডার।
'আমি তাঁকে (আর্চার) বোলিং করতে দেখেছি। আমি হতবাক হয়েছি, সে সামান্য প্রচেষ্টায় দারুণ গতিতে বোলিং করতে পারে। আপনি যদি জিজ্ঞেস করেন কাকে বাদ দেয়া যায়? আমি বলব যে কাউকেই,' বলেছিলেন ৪১ বছর বয়সী ফ্লিনটফ।
ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে জন্ম নেয়া আর্চারকে ইংল্যান্ড দলে ভেড়াতে অনেক আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। কিন্তু এটা নতুন নয় ইংল্যান্ডের জন্য। এর আগেও বেশ কয়েকজন ভিন্ন দেশের বংশোদ্ভূত ক্রিকেটার ইংল্যান্ড দলে খেলেছিলেন।
'আমি মনে করি সে অসাধারণ। জানি কিছু জিনিষ তাঁকে দলে নিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আমরা বিগত অনেক বছরই এমন কাজ করেছি।
আমি যখন ছোট ছিলাম দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত রবিন স্মিথ, জিম্বাবুয়ের গ্রায়েম হিককে ইংল্যান্ডের হয়ে খেলতে দেখেছি। এমনকি আমরা দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত কেভিন পিটারসনকে নিয়ে খেলেছি। এটা নতুন কিছু নয়।'