ম্যালাহাইডে বৃষ্টি অব্যাহত, অনিশ্চিত টস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডাবলিনের ম্যালাহাইডে বাংলাদেশ-আয়ারল্যান্ডের ম্যাচের টস মাঠে গড়াতে বিলম্ব হচ্ছে। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে ম্যাচ ভেন্যুতে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সেখানে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে এবং উইকেট ঢেকে রাখা হয়েছে কাভার দিয়ে। ফলে ঠিক কখন টস সম্পন্ন হবে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে বৃষ্টির শঙ্কায় খেলা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকলেও দারুণ আত্মবিশ্বাসী মনোভাব পোষন করবেন মাশরাফি-সাকিবরা। এই ম্যাচে জিতলেই ত্রিদেশীয় সিরিজে ফাইনাল খেলার পথ আরও উন্মুক্ত হবে টাইগারদের।
প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের কাছে অবশ্য ৮৮ রানে হেরেছিল টাইগাররা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫ মিনিটে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে চিড় ধরতেই পারত সাকিবদের, যদি ক্যারিবিয়ানদের সাথে দাপুটে জয় না আসতো।

স্বস্তির বিষয়, আয়ারল্যান্ড উলভসের সাথে যেমন খেলেছে বাংলাদেশ, তাঁর পুরো ব্যতিক্রমই খেলেছে শক্তিশালী ক্যারিবিয়ানদের বিপক্ষে। তাদের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় দিয়ে সিরিজের শুভ সূচনা করেছিল টাইগাররা।
আয়ারল্যান্ড স্কোয়াডঃ
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রু বালবির্নি, জর্জ ডকরেল, জশ লিটল, এন্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককলাম, টিম মুরতাগ, কেভিন ও’ ব্রায়েন, বয়েড র্যানকিন, এভিল স্টার্লিং, স্টুয়ার্ট থম্পসন, লরকান টাকার ও গ্যারি উইলসন।
বাংলাদেশ স্কোয়াডঃ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, নাঈম হাসান ও ইয়াসির আলী রাব্বী।