বেঞ্চের শক্তি পরীক্ষা করবে বাংলাদেশ?

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচের আগেই নিশ্চিত হয়ে গিয়েছে দুই ফাইনালিস্ট দল। শুক্রবার সিরিজের ফাইনালে মুখোমুখি হবে উইন্ডিজ এবং বাংলাদেশ। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচটি আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। ডাবলিনের ক্যাসেল এভিনিউ মাঠে বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় ম্যাচটি মাঠে গড়াবে।
ফাইনাল নিশ্চিতের জন্য ম্যাচটির গুরুত্ব কম থাকলেও বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের প্রস্তুতিতে আইরিশদের বিপক্ষের এই ম্যাচটি বেশ গুরুত্ব পাচ্ছে টাইগারদের কাছে। এই ম্যাচ দিয়ে স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটারদের পরখ করে দেখার বড় সুযোগ রয়েছে বাংলাদেশ দলের। পাশাপাশি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বিশ্রামের জন্যও ম্যাচটি উপযুক্ত।
সাইড বেঞ্চে থাকা ক্রিকেটারদের শক্তি পরীক্ষার ম্যাচ হতে পারে আয়ারল্যান্ডের বিপক্ষের এই ম্যাচটি। সিরিজে নিজেদের তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচ মাঠে গড়িয়েছে, যে দুটি ম্যাচেই দলে থাকা ক্রিকেটাররা তাঁদের সামর্থ্য দেখিয়েছেন।
ব্যাটসম্যানরা নিজেদের সক্ষমতা দেখিয়েছেন, মাশরাফি এবং তাঁর বোলাররা ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে বোলিং করে বিশ্বকাপের আগে অনুশীলনটি সেরে নিয়েছেন। এবার তাই সাইড বেঞ্চে থাকা ক্রিকেটারদের সুযোগ দিতে পারে টাইগাররা।
ব্যাটিং লাইন আপে লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত এবং ইয়াসির আলিদের এই ম্যাচে পরখ করে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। এছাড়া বোলিং বিভাগে রুবেল হোসেন, তাসকিন আহমেদ, নাঈম ইসলাম এবং ফরহাদ রেজাও সুযোগ পেতে পারেন।
সোমবার উইন্ডিজদের বিপক্ষে অভিষেক হওয়া পেসার আবু জায়েদ রাহিকেও আরেকটি সুযোগ দিয়ে দেখতে পারে বাংলাদেশ। গত ম্যাচে ৯ ওভার বোলিং করে কোন উইকেটের দেখা পাননি রাহি, খরচ করেছেন ৫৬ রান। কিন্তু প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে পরাজিত হয়েছিল টাইগাররা। সেটাও মাথায় রেখে দল গঠন করবে সফরকারী বাংলাদেশ।

তবে ছেড়ে কথা বলবে না আইরিশরা। উইন্ডিজদের বিপক্ষে তিনশ ছাড়ানো সংগ্রহ করেও পরাজিত হয়েছে স্বাগতিক দলটি। এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি তারা। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ভেসে গেছে বৃষ্টিতে।
সুতরাং দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি দেখায় টাইগারদের নিজেদের শক্তিমত্তার প্রদর্শনী দেখাতে মরিয়া থাকবে আয়ারল্যান্ড। পাশাপাশি শেষ ম্যাচে জয় নিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টায় থাকবে উইলিয়াম পোর্টারফিল্ডরা।
ফর্মে রয়েছেন তাঁর দলের ক্রিকেটাররা। অ্যান্ড্রু বালবির্নি, পল স্টার্লিং, কেভিন ও'ব্রায়ান সকলেই শেষ ম্যাচে ব্যাট হাতে রান পেয়েছেন। বালবির্নি একাই খেলেছেন ১৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস। এছাড়া স্টার্লিং এবং ও'ব্রায়ান দুইজনেই তুলে নিয়েছিলেন ব্যক্তিগত অর্ধশতক।
তবে বোলিং বিভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকবে আইরিশদের। শেষ ম্যাচে ৩২৭ রান সংগ্রহ করেও ম্যাচটি জিততে পারেনি তারা। তাই দলের বোলিং বিভাগে কিছুটা পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে স্বাগতিক আয়ারল্যান্ডের।
চোখ থাকবে যাদের উপরঃ
মুস্তাফিজুর রহমানঃ গত ম্যাচে উইন্ডিজদের বিপক্ষে বল হাতে ছন্দ খুঁজে পেয়েছেন বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। মাত্র ৪৩ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। যদি গত কয়েকটি ওয়ানডেতে নিজেকে হারিয়ে খুঁজছিলেন মুস্তাফিজ।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও ৮৪ রান দিয়েছিলেন তিনি। তাঁকে নিয়ে সকলের মনে জমেছিল দুশ্চিন্তার মেঘ। গত ম্যাচে পারফর্মেন্স দিয়ে তা অনেকটাই দূর করেছেন ফিজ। তবে তাঁর ধারাবাহিক পারফর্মেন্সের দিকে চেয়ে থাকবে বাংলাদেশ দল।
অ্যান্ড্রু বালবির্নিঃ ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন এই আইরিশ ক্রিকেটার। আয়ারল্যান্ডের টপ অর্ডারের ভরসা তিনি। এ বছর আটটি ওয়ানডে ম্যাচ খেলেছেন যেখানে ২টি শতক হাঁকিয়েছেন তিনি। ২০১৮ সালের জানুয়ারি থেকে আয়ারল্যান্ড দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান তি??ি। এই সময়ে ৪৭ গড়ে রান তুলেছেন এই ডানহাতি ক্রিকেটার। গত ম্যাচেও দলকে গড়ে দিয়েছেন বড় সংগ্রহ গড়ার ভিত। তাই এই ম্যাচেও দল তাঁর দিকে চেয়ে থাকবে।
সম্ভাব্য একাদশঃ
বাংলাদেশঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ব্যাটসম্যান), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস/ সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ/ মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান/ তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি।
আয়ারল্যান্ড- পল স্টার্লিং, জেমস ম্যাককলাম, উইলিয়াম পোটারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, জর্জ ডকরেল, জশ লিটল, টিম মুরতাঘ/ অ্যান্ড্রু ম্যাকব্রাইন, কেভিন ও’ব্রায়েন (উইকেটরক্ষক), বয়েড র্যাঙ্কিন, মার্ক অ্যাডায়ার, গ্যারি উইলসন।