পর্যবেক্ষণে সাকিব

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ত্রিদেশীয় সিরিজে ইনজুরিতে পড়া বাংলাদেশ ওয়ানডে দলের সহ অধিনায়ক সাকিব আল হাসানকে বিশ্রাম দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে টাইগারদের ফিজিও মারিও ভিল্লাভারান সাকিবকে পর্যবেক্ষণ করবেন, বিসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে।
উইন্ডিজদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে দলের সাথে অনুশীলনে ছিলেন না সাকিব আল হাসান। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, 'আজকে সাকিব বিশ্রামে রয়েছে, বিকালে দলের ফিজিও তাঁকে পর্যবেক্ষণ করবেন।'

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ চলাকালীন সময় সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল অলরাউন্ডার সাকিবকে। বাংলাদেশের ইনিংসের ৩৫ তম ওভারে ব্যাটিংয়ের সময় পিঠে ব্যথা অনুভব করায় মাঠেই ফিজিওর সেবা নেন সাকিব। এরপর ব্যথা আরও বাড়লে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫১ বলে ৫০ রান করে।
তবে তাঁর ইনজুরি গুরুতর নয় বলে নিশ্চিত করেছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 'আমরা যতদূর ধারণা করছি তাঁর ইনজুরি খুব বেশী একটা গুরুতর নয়। তাঁকে নিয়ে কোন প্রকার ঝুঁকি নিতে চাই নি আমরা তাই আমরা তাঁকে মাঠের বাইরে চলে আসতে বলেছিলাম। আমরা আশাবাদী সে দ্রুত ফিট হয়ে উঠবে,' বুধবার বলেছেন নান্নু।
শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগেই সাকিব আল হাসানের সুস্থতা আশা করছে বাংলাদেশ দল।