বোলিং নিয়ে দুশ্চিন্তায় হোল্ডার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে ভাবাচ্ছে তাঁর দলের বোলিং আক্রমণ। দলের বোলিং বিভাগ আরও সুশৃঙ্খল এবং ধারাবাহিক হোক, এমনটা প্রত্যাশা তাঁর।
ওয়েস্ট ইন্ডিজের বিগত ওয়ানডে ম্যাচগুলোতে বোলিংয়ে ধারাবাহিকতা দেখা যায় নি। ইংল্যান্ড কন্ডিশনে শুরু হওয়া রান বন্যার এই বিশ্বকাপে বোলিংয়ে বেশি গুরুত্ব দেয়ার ইঙ্গিত দিয়েছেন হোল্ডার। তিনি বলেছেন,

'আমাদের বোলিং বিভাগকে যথাসম্ভব সুশৃঙ্খল হতে হবে। অতীতে আমরা ধারাবাহিক ছিলাম না এবং আমরা এ নিয়ে পর্যালোচনা করেছি। আগ্রাসী ক্রিকেট খেলে আমরা ধারাবাহিক হতে চাই।'
বিশ্বকাপে সম্পূর্ণ পেশাদার ক্রিকেট খেলার পরিকল্পনা করছেন উইন্ডিজ দলপতি। কন্ডিশন বিবেচনায় রেখে সাবলীল ক্রিকেট খেলা উপহার দিতে চান হোল্ডার। তাঁর মতে, ইংল্যান্ড কন্ডিশনে যেমন রান বেশি হয় তেমনি স্বল্প রানের ম্যাচও হয়ে থাকে।
'আমরা যথাসম্ভব পেশাদার ক্রিকেট খেলতে চাই এবং কোন কিছু সহজভাবে নিচ্ছি না। আমরা প্রতিপক্ষকে মূল্যায়ন করতে চাই। পরিকল্পনার বাস্তবায়ন করতে চাই। আপনাকে ছোট ছোট জায়গা খুঁজে বের করতে হবে যেখানে আপনি আক্রমণ করবেন।
'খেলার আগেই আমি বলতে চাই না আমরা ৫০০ অথবা ৬০০ রান করব। আমি চাই আমরা কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে অন্য সব ম্যাচের মতো খেলতে চাই। ইংল্যান্ডে খেলা মানেই প্রচুর রানের ম্যাচ, কিন্তু এখানে স্বল্প রানের ম্যাচও হয়ে থাকে।'