বিপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগিয়েছেন আর্চার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইটান্সের হয়ে খেলেছিলেন জফরা আর্চার। বাংলাদেশি ক্রিকেটারদের খেলার ধরণ ভালোই জানা তাঁর। বিপিএল খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে ভালোভাবেই কাজে লাগিয়েছেন আর্চার।
বিশ্বকাপে টাইগারদের বিপক্ষে মাত্র ২৯ রান খরচায় মূল্যবান তিনটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের ১০৬ রানের বিশাল জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। শুধু বিপিএল নয়, বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে আর্চারের।

প্রায় সব দেশের ক্রিকেটারদের সম্পর্কে ধারণা রয়েছে ইংলিশ এই পেসারের। বিশ্বকাপে সকল দলের বিপক্ষে এই অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি। আর্চারের ভাষায়,
‘ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি অন্যসব ম্যাচের মতই দেখছি। ওদের সম্পর্কে আমার ভালো জানাশোনা আছে। অনূর্ধ্ব-১৯ দলে কয়েকজনের সাথে খেলেছি আমি। এবার ওদের বিপক্ষে খেলব। আমি যা জানি তা শেয়ার করতে পারব, কিন্তু আমি যেই দলেই খেলি না কেন, সবসময়ই এটা করে থাকি।
'আমি বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের সাথে খেলেছি। আমি যা জানি সেগুলো শেয়ার করব, যখন আমরা অস্ট্রেলিয়া ও ভারতের সাথে খেলব। শুধু যে ওয়েস্ট ইন্ডিজ, তা কিন্তু না। বেশিরভাগ ব্যাটসম্যান সম্পর্কে আমার ভালো ধারণা আছে।’
২০১৭ সালে বিপিএলে খুলনার হয়ে ৯টি ম্যাচ খেলেছিলেন আর্চার। ৬.৯৭ ইকোনমিতে ১০ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ব্যাট হাতে ৬ ইনিংসে ৮৭ রান সংগ্রহ করেছিলেন তিনি। এছাড়া আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল সব টুর্নামেন্টেই খেলার অভিজ্ঞতা আছে ২৪ বছর বয়সী এই ইংলিশ ক্রিকেটারের।